শাজাহানপুরের খাউড়া মেলায় খাজনার নামে চাঁদা আদায়

মোঃ আব্দুল হান্নান প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৮:০৯ আপডেট: ২২ ফেব্রুয়ারী , ২০২৫ ১৮:০৯ পিএম
শাজাহানপুরের খাউড়া মেলায় খাজনার নামে চাঁদা আদায়
বগুড়া শাজাহানপুরে খাউড়া মেলায় দোকানিদের থেকে ১০-১৫ হাজার টাকা করে খাজনা আদায়ের নামে চাঁদাবাজি করা হয়েছে।

বগুড়া শাজাহানপুরে খাউড়া মেলায় দোকানিদের থেকে ১০-১৫ হাজার টাকা করে খাজনা আদায়ের নামে চাঁদাবাজি করা হয়েছে। ব্যাবসায়ীরা মাত্র ১২ ঘন্টা বেচাবিক্রি করেছেন। খাজনার নামে চাঁদাবাজি করতে বাধা দেয়ায় মারপিট করার হুমকি দেয়া হয়েছে বলে মেলার দোকানীরা জানিয়েছেন। বুধবার ১৯ ফেব্রুয়ারী উপজেলার খোট্রাপাড়া ইউনিয়নের জালশুকা এলাকার খাউড়া মেলায় এ ঘটনা ঘটে। বেলা ৩ টার দিকে মিষ্টি দোকানদার মাফিজার অভিযোগ করে বলেন, সকাল ১০ টায় মেলায় দোকান বসিয়েছেন। দুপুর পর্যন্ত মাত্র ১৫ হাজার টাকা বিক্রি করেছেন। তার থেকেও খাজনা দাবী করা হয়েছে ৩০ হাজার টাকা। এ নিয়ে ইজারাদারের লোকজন ও তাদের মধ্যে বাক-বিতন্ডা ও তর্ক বিতর্কের পর অবশেষে অনুনয় বিনিনয় করে ১৮ হাজার টাকা খাজনা দিয়েছেন। এসময় তার দোকান বন্ধ করে দেয়া হয়েছিল। অন্য মিষ্টি দোকানী শাহীন আলম বলেন, তার কাছে ২০ হাজার টাকা খাজনা চাওয়া হয়। দিতে অস্বীকার করায় দোকান বন্ধসহ মারপিটের হুমকি দেয়া হয়। পরে আশেপাশে লোকজনের অনুরোধে ১০ হাজার টাকা নিতে রাজী হলে তা পরিশোধ করেন। মেলা ঘুরে দেখাগেছে, কয়েক হাজার দোকান মেলায় বসেছে। সে হিসেবে এক দোকান থেকে ১০ হাজার টাকা নেয়া হলে এবারের মেলায় কয়েক কোটি টাকা ইজারা নেয়ার নামে হাতিয়ে নেয়া হয়েছে। দোকানীরা কান্না জড়িত  কন্ঠে বলেন,তাদের এখন খালি হাতে বাড়ী ফিরে যেতে হবে। মেরায় সর্বনিম্ন খাজনা ছিল ৫ হাজার টাকা। জনমনে প্রশ্ন এটি কি খাজনা আদায়,? নাকি চাদাবাজি? দোকানীরা অভিযোগ করেন প্রকাশ্যে এসব ঘটনা ঘটেছে অথচ পাশেই পুলিশ ক্যাম্প বসানো হলেও তারা কোন আইনি সহায়তা নেন নি। এ বিষয়ে শাজাহানপুর থানার ওসির নিকট জানতে চাইলে তিনি বলেন, এসব ইউএনওর দেখার দায়িত্ব।শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তায়েফুর রহমান বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না কেউ জানালে ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo