শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজ খবর নিলেন শ্যামলী সমাজ কল্যাণ সমিতি

আব্দুর রহিম প্রকাশিত: ২০ আগস্ট , ২০২৪ ১৬:৪০ আপডেট: ২০ আগস্ট , ২০২৪ ১৬:৪০ পিএম
শহীদ আবু সাঈদের পরিবারের খোঁজ খবর নিলেন শ্যামলী সমাজ কল্যাণ সমিতি
সোমবার ( ১৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে শ্যামলী সমাজ কল্যাণ সমিতির চেয়ারম্যান জুবায়ের তৌহিদ ও প্রকল্প কর্মকর্তা হিমেল আহাম্মেদ ও উত্তর বঙ্গ বিত্তিক প্রতিনিধি মাওলানা হাফেজ শহিদুল ইসলাম, রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়িতে যান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ হওয়া আবু সাঈদ এর  কবর জেয়ারত দোয়া, এবং তার পরিবারের সার্বিক খোজ খবর নেওয়া  ও আর্থিক সহযোগিতা করলেন- শ্যামলী সমাজ কল্যাণ সমিতি।

সোমবার ( ১৯ আগস্ট) দুপুর ১২ টার দিকে শ্যামলী সমাজ কল্যাণ সমিতির চেয়ারম্যান জুবায়ের তৌহিদ ও প্রকল্প কর্মকর্তা হিমেল আহাম্মেদ ও উত্তর বঙ্গ বিত্তিক প্রতিনিধি মাওলানা হাফেজ শহিদুল ইসলাম, রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুরে আবু সাঈদের গ্রামের বাড়িতে যান।

এই সময় তারা শহীদ আবু সাঈদের কবর জেয়ারত করে আবু সাঈদের পিতা মকবুল হোসেনের সাথে সাক্ষাত করেন।উল্লেখ্য, আবু সাইদ ছিলেন একজন বাংলাদেশী শিক্ষার্থী ও ২০২৪ সালের কোটা সংস্কার আন্দোলনের সক্রিয়কর্মী। তিনি এই আন্দোলনের রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একজন সমন্বয়ক ছিলেন। ১৬ই জুলাই আন্দোলন চলাকালে একজন পুলিশ সদস্যের গুলিতে তিনি মৃত্যুবরণ করেন।কোটা আন্দোলনকারীরা তাকে আন্দোলনের প্রথম শহিদ বলে আখ্যায়িত করে।

এই বিভাগের আরোও খবর

Logo