গণতন্ত্র-গণমাধ্যম রক্ষায় নিবেদিত হোক সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা" এ শ্লোগানে ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৪ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সামনে ২ই মে সকালে র্যালি করেছে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়ন।
গণতন্ত্র-গণমাধ্যম রক্ষায় নিবেদিত হোক সামাজিক দায়বদ্ধতামূলক সাংবাদিকতা" এ শ্লোগানে ৮ম জাতীয় গণমাধ্যম সপ্তাহ ২০২৪ উপলক্ষে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার সামনে ২ই মে সকালে র্যালি করেছে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়ন।
এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকসি শিকদার, সাধারণ সম্পাদক দেশপ্রিয় বড়ুয়া,সাংবাদিক মুক্তার হোসেন,ইসমাইল হোসেন সোহাগ,সাইফুল ইসলাম,রতন দাস,আলমগীর,ওসমান গণি,
এম দলিলুর রহমান, ফাহাদ,রিয়াদ, জিয়াবুল হক রানাসহ আরো অনেকে।
রেলি শেষে লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দরা ১ থেকে ৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ’ রাষ্ট্রীয় ভাবে পালনের দাবীতে লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার ইনামুল হাসানের সাথে আলোচনা করেন।
এই সময় লোহাগাড়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি রকসি শিকদার আশা প্রকাশ করে বলেন, রাষ্ট্রের পক্ষ থেকে সপ্তাহটি অবশ্যই রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদান করবেন। কেননা; দেশে বিভিন্ন পেশাজীবীদের অগনিত সপ্তাহ, দিবস যা রাষ্ট্রীয়ভাবে পালিত হয়ে থাকে। কিন্তু সাংবাদিকদের জন্য একটি গণমাধ্যম সপ্তাহ যা রাষ্ট্র কর্তৃক স্বীকৃতি প্রদান করা উচিত।