রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী ও অপহরণ চক্রের মূলহোতা তোহা গ্রেপ্তার

কামরুল হাসান প্রকাশিত: ২৯ জানুয়ারী , ২০২৫ ১৯:২২ আপডেট: ২৯ জানুয়ারী , ২০২৫ ১৯:২২ পিএম
রোহিঙ্গা ক্যাম্পের সন্ত্রাসী ও অপহরণ চক্রের মূলহোতা তোহা গ্রেপ্তার
কক্সবাজারের টেকনাফ জাদিমুড়া শাল বাগান রোহিঙ্গা ক্যাম্পের দুর্ধর্ষ ডাকাত সর্দার ও অপহরণ চক্রের মূলহোতা সন্ত্রাসী তোহা গ্রুপের প্রধান মোহাম্মদ তোহা (২৫) কে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)।

কক্সবাজারের টেকনাফ জাদিমুড়া শাল বাগান রোহিঙ্গা ক্যাম্পের দুর্ধর্ষ ডাকাত সর্দার ও অপহরণ চক্রের মূলহোতা সন্ত্রাসী তোহা গ্রুপের প্রধান মোহাম্মদ তোহা (২৫) কে গ্রেপ্তার করেছে ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়ান (এপিবিএন)। সোমবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের শালবাগান ২৬ নং রোহিঙ্গা ক্যাম্পের তার বসত বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়ে। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ ব্যাটালিয়ন এপিবিএন’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. কাউছার সিকদার। তিনি বলেন, গোপন সংবাদে জানতে পারি তোহা তার বসত বাড়িতে অবস্থান করছে- এমন সংবাদে একটি বিশেষ টিম নিয়ে অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি বলেন, তোহা ২৭ নং জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্পের শরণার্থী রফিক হত্যা মামলার ২নং আসামি। তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানায় পাঁচটি মামলা রয়েছে। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকালে টেকনাফ মডেল থানায় সন্ত্রাসী তোহা কে হস্তান্তর করা হয়েছে-বলেন ১৬ ব্যাটালিয়ন এপিবিএন’র এই কর্মকর্তা ।

এই বিভাগের আরোও খবর

Logo