রায়পুরে সেপটি ট্যাংকিতে নেমে ২জনে মৃত্যু

মোঃজহির হোসেন প্রকাশিত: ১৫ এপ্রিল , ২০২৪ ০৯:৪৬ আপডেট: ১৫ এপ্রিল , ২০২৪ ০৯:৪৬ এএম
রায়পুরে সেপটি ট্যাংকিতে নেমে ২জনে মৃত্যু
লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে সুইপারকে বাঁচাতে গিয়ে বাড়ির মালিকেরও মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বাড়ির মালিকের নাম রিয়াদ হোসেন। সুইপারের নাম হযরত আলী ওরফে খোকন (৩৮)।

লক্ষ্মীপুরের রায়পুরে সেপটিক ট্যাংকে নেমে সুইপারকে বাঁচাতে গিয়ে বাড়ির মালিকেরও মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বাড়ির মালিকের নাম রিয়াদ হোসেন। সুইপারের নাম হযরত আলী ওরফে খোকন (৩৮)।

রিয়াদ উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের নুরুল হক পাটোয়ারী বাড়ীর নুর আলমের ছেলে। তিনি পেশায় একজন ওয়ার্কশপ ব্যবসায়ী এবং দুই ছেলে ও এক কন্যা সন্তানের জনক। সুইপার খোকন কুমিল্লা জেলার লাকসাম পৌরশহরের মিস্রি এলাকার রুস্তম আলী মোল্লার ছেলে। তিনি বেশ কয়েক বছর ধরে পরিবার নিয়ে রায়পুরের বামনী ইউনিয়নের চৌধুরী বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিলেন।

স্থানীয়রা জানান, রাখালিয়া এলাকায় নুরুল হক পাটোয়ারী বাড়ির ‘পাটোয়ারী ভিলার’ একটি সেপটিক ট্যাংক পরিষ্কার করতে সুইপার খোকনকে ভাড়া করেন রিয়াদ। রাত সাড়ে ৮টার দিকে ওই বাড়ির সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নামেন খোকন। পরিষ্কার করা অবস্থায় সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত (মিথেন) গ্যাসে অসুস্থ হয়ে পড়ে তিনি। এ সময় রিয়াদ তাকে বাঁচাতে মই দিয়ে ওই ট্যাংকে নামেন। একপর্যায়ে মই ভেঙে রিয়াদও ট্যাংকের ভেতরে পড়ে যান। এতে বিষাক্ত গ্যাসে দুজনেরই মৃত্যু হয়।

খবর পেয়ে রাত ৮.৫০ মিনিটে রায়পুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও রাত সাড়ে ৯ টায় রায়পুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে দুজনের মরদেহ উদ্ধার করে।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াছিন ফারুক মজুমদার বলেন, এ ঘটনায়  তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo