ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ৩ আগষ্ট (শনিবার) দুপুরে কোটাসংস্কার শিক্ষার্থীরা এক বিক্ষোভ মিছিল করেছে। মিছিলে উপজেলার বিভিন্ন স্কুল কলেজের ৩ শতার্ধীক শিক্ষার্থীরা অংশ নেয়।
মিছিলটি হিলিপ্যাড থেকে শুরু হয়ে শান্তা কমিনিউটি সেন্টার পর্যন্ত এলে এসময় ছাত্রলীগ শ্রমিক লীগের কিছু নেতা কর্মী, উপজেলা চেয়ারম্যান আহাম্মদ হোসেন বিপ্লব,ও ভাইস চেয়ারম্যান সোহেল রানার সহযোগিতায় মিছিলটিকে থামিয়ে দেয় এবং ফেরত পাঠায়।এসময় পুলিশ রাস্তার পাশে থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
পরে শিক্ষার্থীরা শিবদিঘি জিরোপয়েন্টে জমায়েত হয়। এখানে তাঁদের কয়েকজন শিক্ষার্থী বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের উপর নির্বিচারে গোলাবর্ষণ, হামলা-মামলা ও হয়রানির বিপক্ষে তীব্র প্রতিবাদ জানাই। এই সাথে তাঁরা শিক্ষার্থীর উপর আর কোন হামলা মামলা ও হয়রানি না করা হয় তাঁর দাবি জানাই এবং নিহত ছাত্রদের হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানাই। এ বিষয়ে ওসি জয়ন্ত কুমার সাহা মুঠো ফোনে বলেন,মিছিল চলা কালে পুলিশ তাঁর দায়িত্ব যথাযথ ভাবে পালন করেছে। কোথাও কোন অপিতকর ঘটনা ঘটে নি। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।