রাজাপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও আইনি সুরক্ষার দাবি

মোঃ ইমরান মুন্সি প্রকাশিত: ১২ আগস্ট , ২০২৫ ১৪:৪৬ আপডেট: ১২ আগস্ট , ২০২৫ ১৪:৪৬ পিএম
রাজাপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে মানববন্ধন ও আইনি সুরক্ষার দাবি

গাজীপুরে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে। এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানাতে ঝালকাঠির রাজাপুরে সাংবাদিকরা একত্রিত হয়ে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেন। এ কর্মসূচির প্রধান উদ্দেশ্য ছিল দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং সাংবাদিকদের সুরক্ষার জন্য বিশেষ আইন প্রণয়নের দাবি তুলে ধরা।
সোমবার সকাল সাড়ে দশটায় রাজাপুর থানার সামনের সড়কে এই কর্মসূচির আয়োজন করা হয়। সম্মিলিত সাংবাদিক সমাজের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন গণমাধ্যমের সাংবাদিকরা অংশগ্রহণ করেন। এতে রাজাপুর প্রেসক্লাবের সভাপতি মনিরুজ্জামান খান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি মঈনুল হক লিপু, রাজাপুর সাংবাদিক ক্লাবের সভাপতি রহিম রেজা এবং বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের উপজেলা শাখার সাধারণ সম্পাদক মিঠুন চক্রবর্তী প্রমুখ বক্তব্য রাখেন।
বক্তারা তাদের বক্তব্যে উল্লেখ করেন যে, স্বাধীনতার পর থেকে দেশে অনেক সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই বিচার প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এ ধরনের ঘটনা যদি দৃষ্টান্তমূলক শাস্তি পেত, তাহলে তুহিনের মতো নির্মম হত্যাকাণ্ড আর ঘটতো না। তারা শুধু তুহিন নয়, সাগর-রুনি সহ অন্যান্য সাংবাদিক হত্যারও বিচার দাবি করেন।
বক্তারা আরও বলেন, তুহিন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে করার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে এবং এই ঘটনার পেছনে যারা মদদদাতা ছিল তাদেরও গ্রেফতার করার দাবি জানানো হয়। এছাড়াও সাংবাদিক সুরক্ষায় বিশেষ আইন প্রণয়নের প্রয়োজনীয়তা উল্লেখ করেন বক্তারা।
সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটি কার্যকর আইন প্রণয়ন করা অত্যন্ত জরুরি বলে মনে করেন বিশ্লেষকরা। বর্তমান প্রেক্ষাপটে সাংবাদিকদের উপর হামলা, হুমকি এবং হত্যার ঘটনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।
সাংবাদিকতার জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করা একটি গণতান্ত্রিক সমাজের অন্যতম মাপকাঠি। সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের সময় কোনও ধরনের হুমকি বা হামলার শিকার হওয়া উচিত নয়। এ ধরনের আইন প্রণয়নের মাধ্যমে সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে এবং তাদের পেশাগত দায়িত্ব পালনের সময় সুরক্ষিত রাখবে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রতিজ্ঞা করেন যে, তারা তুহিন হত্যার বিচার না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত রাখবেন। এ ধরনের উদ্যোগের মাধ্যমে সাংবাদিকদের সুরক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলে তারা আশাবাদী।
সাংবাদিক সুরক্ষা আইন প্রণয়নের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার সময়, বক্তারা বলেন যে এই আইন প্রণয়ন হলে সাংবাদিকরা আরও নিরাপদে এবং স্বাধীনভাবে তাদের কাজ করতে পারবেন। এর ফলে সংবাদ মাধ্যমের উপর জনসাধারণের আস্থা আরও বৃদ্ধি পাবে এবং গণতন্ত্রের ভিত্তি আরও মজবুত হবে।

এই বিভাগের আরোও খবর

Logo