রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা ৬ দফা দাবির বাস্তবায়নের দাবিতে কাফনের কাপড় মাথায় বেঁধে রাজপথে বিক্ষোভ ও গণমিছিল করেছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা ইনস্টিটিউট ক্যাম্পাসে জড়ো হয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু করেন।
এসময় শিক্ষার্থীরা কাফনের কাপড় মাথায় বেঁধে “দাবি আদায় না হলে রাজপথ ছাড়ব না”, “প্রতারণার বিচার চাই”, “কারিগরি শিক্ষার অধিকার নিশ্চিত কর”–সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। দুপুর সোয়া ৩টার দিকে ক্যাম্পাস থেকে একটি গণমিছিল বের করেন তারা। মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে শিক্ষার্থীরা মিছিল নিয়ে ক্যাম্পাসে ফিরে গিয়ে দিনের কর্মসূচি শেষ করেন। শিক্ষার্থীদের অভিযোগ, শিক্ষার উপদেষ্টার সঙ্গে আলোচনার নামে প্রতারণা করা হয়েছে। একজন অতিরিক্ত সচিব আলোচনার নামে অযৌক্তিক বিষয় তুলে সময়ক্ষেপণ করেছেন। আন্দোলনকারীরা দ্রুত সমাধান না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।
শিক্ষার্থীদের ৬ দফা দাবিসমূহ হলো:
১. জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের অবৈধ পদোন্নতি বাতিল করে হাইকোর্ট কর্তৃক রায় প্রদান নিশ্চিত করতে হবে।
২. ডিপ্লোমা ইন-ইঞ্জিনিয়ারিং কোর্সে যেকোনো বয়সে ভর্তি নেওয়ার সুযোগ বাতিল করতে হবে।
৩. উপসহকারী প্রকৌশলী ও সমমানের (১০ম গ্রেড) জন্য সংরক্ষিত পদের বাইরে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীদের নিম্ন পদে নিয়োগ দেওয়া প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।
৪. কারিগরি সেক্টরের প্রশাসনিক ও একাডেমিক গুরুত্বপূর্ণ পদে (যেমন: পরিচালক, সহকারী পরিচালক, বোর্ড চেয়ারম্যান, উপসচিব, পরীক্ষা নিয়ন্ত্রক, অধ্যক্ষ) কারিগরি শিক্ষাবহির্ভূত জনবল নিয়োগ নিষিদ্ধ করতে হবে।
৫. স্বতন্ত্র 'কারিগরি ও উচ্চশিক্ষা' মন্ত্রণালয় প্রতিষ্ঠা এবং 'কারিগরি শিক্ষা সংস্কার কমিশন' গঠন করতে হবে।
৬. পলিটেকনিক ও মনোটেকনিক ইনস্টিটিউট থেকে পাস করা শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগের জন্য উন্নতমানের একটি টেকনিক্যাল বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, তাদের দাবি পূরণ না হলে দেশব্যাপী আন্দোলনের ডাক দেওয়া হবে।
তাদের দাবি বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছেন পলিটেকনিকের হাজারো শিক্ষার্থী।