রাজবাড়ী সদর হাসপাতালের ১৩টি অনিয়ম বন্ধের দাবি ছাত্রদের, না হলে আন্দোলন

ফিরোজ আহম্মেদ প্রকাশিত: ১২ আগস্ট , ২০২৪ ১৬:৫৬ আপডেট: ১২ আগস্ট , ২০২৪ ১৬:৫৬ পিএম
রাজবাড়ী সদর হাসপাতালের ১৩টি অনিয়ম বন্ধের দাবি ছাত্রদের, না হলে আন্দোলন
ওই সমস্যাগুলোর সমাধান না হলে আগামীকাল থেকে আন্দোলনের ঘোষণা দেন। রোববার (১১ জুলাই) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে এ ঘোষণা দেন তারা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জানান, হাসপাতালের খাবারের মান অত্যান্ত নিন্মমানের যা রোগীরা খেতে পারেন না।

রাজবাড়ী সদর হাসপাতালের ১৩টি অনিয়ম চিহ্নিত করে আজকের মধ্যেই অনিয়মগুলোর সমস্যা সমাধানের দাবি জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা।

ওই সমস্যাগুলোর সমাধান না হলে আগামীকাল থেকে আন্দোলনের ঘোষণা দেন। রোববার (১১ জুলাই) দুপুরে হাসপাতাল পরিদর্শন শেষে এ ঘোষণা দেন তারা।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীরা জানান, হাসপাতালের খাবারের মান অত্যান্ত নিন্মমানের যা রোগীরা খেতে পারেন না।

চিকিৎসকরা নিজেদের ইচ্ছামত হাসপাতালে আসেন এবং চলে যান, বরাদ্দকৃত ওষুধ রোগীদের দেয়া হয় না, হাসপাতালে দালাল চক্র সক্রিয় তাদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করা হয় না, প্যাথলজি বিভাগের অনেক পরীক্ষা হয় না, সেগুলো বাইরে থেকে করে আনতে হয়।

এমন ১৩ টি অনিয়ম আমরা চিহ্নিত করেছি এবং হাসপাতালের তত্ত্বাবধায়ককে আজকের দিন সময় দেয়া হয়েছে। অন্যথায় আগামীকাল আমরা আন্দোলন করবো।রাজবাড়ী সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক ডাঃ এম এ হান্নান বলেন, ছাত্ররা ১৩ টি দাবি জানিয়েছে। সেগুলো আমারও দাবি। এই সমস্যাগুলোর দ্রুত সমাধানের চেষ্টা করা হবে।


এই বিভাগের আরোও খবর

Logo