যুবদল নেতা ফোরকান হত্যা মামলার আসামি গ্রেফতার

মোঃ আব্দুল হান্নান প্রকাশিত: ৬ সেপ্টেম্বর , ২০২৫ ১৫:৪১ আপডেট: ৬ সেপ্টেম্বর , ২০২৫ ১৫:৪১ পিএম
যুবদল নেতা ফোরকান হত্যা মামলার আসামি গ্রেফতার

বগুড়া শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়ন যুবদলের আহবায়ক ফোরকান আলী ‘হত্যা' মামলার এজাহারনামীয় আসামি মোঃ মাসুদ রানা (২৯) কে আটক করেছে শাজাহানপুর থানা পুলিশ। ফোরকান আলী 'হত্যা' মামলায় গত বছরের ১ নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৬০ জনের নাম উল্লেখ করে ৫৬০ জনকে আসামি করে আদালতে মামলা করা হয়। মামলাটিতে অস্ত্র আইন, হত্যাচেষ্টা, মারধর, বিস্ফোরক দ্রব্য আইনে অভিযোগ আনা হয়েছে।
‎এ মামলার এজাহারনামীয় আসামি মোঃ মাসুদ রানা (২৯) কে গতকাল (৬ সেপ্টেম্বর) শনিবার রাত ১২ টা ৩০ মিনিটে শাজাহানপুর থানাধীন বড়পাথার দক্ষিণপাড়া এলাকা থেকে গ্রেফতার করা হয়। মাসুদ রানা উপজেলার বড়পাথার দক্ষিণপাড়া গ্রামের মোঃ ফারুক হোসেনের ছেলে। সে শাজাহানপুর উপজেলা সেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং চোপীনগর ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।
‎শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম (পলাশ) জানান, গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। আসামির বিরুদ্ধে শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০২১ সালে আরো একটি মামলা রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo