যশোর জেলায় আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হয়নি। হয়েছে অর্ধেক। মিলারদের সাথে চুক্তির ৮ হাজার ৭৩৪ দশমিক ৬৮০ মেট্রিকটন চালের মধ্যে ২০ জানুয়ারি পর্যন্ত আট উপজেলার মিলারদের কাছ থেকে সংগ্রহ হয়েছে ৪ হাজার ৩৯১ দশমিক ৮৭০ মেট্রিক টন চাল। অভ্যন্তরীণ আমন সংগ্রহ ২০২৪/২৫ সংগ্রহ সফল করার লক্ষ্যে জেলা প্রশাসন ও খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ের উদ্যোগে মঙ্গলবার কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত মিল মালিক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়। সেখানে এতথ্য উপস্থাপন করেন জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেফাউর রহমান। জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয় থেকে জানিয়েছে, ২০২৪ সালের নভেম্বর মাস থেকে জেলায় আমন চাল সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। এ কার্যক্রম শেষ হবে চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি। আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিল ১৪ হাজার ১৪৭ মেট্রিকটন চাল। ৮ আট উপজেলার ১০১ মিলারদের সাথে ৮ হাজার ৭৩৪ দশমিক ৬৮০ মেট্রিকটন চাল চুক্তিবদ্ধ হয় । ২০ জানুয়ারি পর্যন্ত চুক্তিবদ্ধ ৮ হাজার ৭৩৪ দশমিক ৬৮০ মেট্রিকটন চালের মেট্রিকটন চালের মধ্যে ১০১ জন মিলারের কাছ থেকে সংগ্রহ হয়েছে ৪ হাজার ৩৯১ দশমিক ৮৭০ মেটিকটন চাল। এর মধ্যে সদর উপজেলায় চুক্তিবদ্ধ ১ হাজার ৫১০ দশমিক ৭১ মেট্রিকটন চালের মধ্যে সংগ্রহ হয়েছে ৮৮৩ দশমিক ২২ মেট্রিকটন চাল। সংগ্রহের হার ৫৭ দশমিক ৯৩ শতাংশ। মণিরামপুর উপজেলায় চুক্তিবদ্ধ ১ হাজার ২৬ দশমিক ২৭০ মেট্রিকটন চালের মধ্যে সংগ্রহ হয়েছে ৫৭৫ দশমিক ১০০ মেট্রিকটন চাল, সংগ্রহের হার ৫৬ দশমিক ৪ শতাংশ। কেশবপুর উপজেলায় চুক্তিবদ্ধ ২৮৪ দশমিক ১০ মেট্রিকটন চালের মধ্যে সংগ্রহ হয়েছে ১২২ দশমিক ৫৫০ মেট্রিকটন চাল, সংগ্রহের হার ৪৩ দশমিক ২৬ শতাংশ। অভয়নগর উপজেলায় চুক্তিবদ্ধ ১ হাজার ৪১৭ দশমিক ৭৭০ মেট্রিকটন চালের মধ্যে সংগ্রহ হয়েছে ১হাজার ৩০০ দশমিক ১১০ মেট্রিকটন চাল, সংগ্রহের হার ৯১ দশমিক ৭০ শতাংশ। ঝিকরগাছা উপজেলায় চুক্তিবদ্ধ ৬০৭ দশমিক ৫৩০ মেট্রিকটন চালের মধ্যে সংগ্রহ হয়েছে ২১৪ দশমিক ৮০০ মেট্রিকটন চাল, শার্শা উপজেলায় চুক্তিবদ্ধ ৩ হাজার ৬৩৫ দশমিক ৭৬ মেট্রিকটন চালের মধ্যে সংগ্রহ হয়েছে ১ হাজার ১৩৬ দশমিক ৬৪০ মেট্রিকটন চাল, সংগ্রহরে হার ৬১ দশমিক ১৩ শতাংশ। চৌগাছা উপজেলায় চুক্তিবদ্ধ ১৮৮ দশমিক ৪০ মেট্রিকটন চালের মধ্যে সংগ্রহ হয়েছে ১০২দশমিক ৫০ মেট্রিকটন চাল , সংগ্রহের হার ৫৪ দশমিক ২৭ শতাংশ। বাঘারপাড়া উপজেলায় চুক্তিবদ্ধ ৬৪ দশমিক ৫৯০ মেট্রিকটন চালের মধ্যে সংগ্রহ হয়েছে ২৫ মেট্রিকটন চাল, সংগ্রহের হার ৩৮ দশমিক ৭১ শতাংশ। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাহারুল ইসলাম মিল মালিকদের বলেন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণে সহযোগিতা করতে হবে। যাতে খাদ্য ঘাটতি না হয়। এ সময় আট উপজেলার বিভিন্ন মিল মালিকরা উপস্থিত ছিলেন।