মোহনগঞ্জে শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন

হামিমুর রহমান চৌধুরী প্রকাশিত: ২৮ জানুয়ারী , ২০২৫ ১৯:১৮ আপডেট: ২৮ জানুয়ারী , ২০২৫ ১৯:১৮ পিএম
মোহনগঞ্জে শিক্ষকের অপসারণের দাবিতে মানববন্ধন
মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাদিস মিয়া তালুকদারের অপসারণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মোহনগঞ্জ উপজেলার সমাজ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোহাম্মদ হাদিস মিয়া তালুকদারের অপসারণের দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। সকাল ১০:৩০ মিনিটে মোহনগঞ্জ উপজেলার সমাজ বাজারে সমাজ উচ্চ বিদ্যালয়ের শত শত বর্তমান- প্রাক্তন শিক্ষার্থীদের সাথে অভিভাবক, এলাকার সচেতন নাগরিকগণ এক মানববন্ধন ও বিক্ষোভের আয়োজন করে। তারা রাস্তার দুপাশে দাঁড়িয়ে হাদিস মিয়ার বিরুদ্ধে নানা অভিযোগসহ তার অপসারণের দাবিতে বিক্ষোভ দেখাতে থাকে। মানববন্ধনে শিক্ষার্থী রিয়ামনি, ফৌজিয়া আক্তার, প্রাক্তন শিক্ষার্থী পারভেজ আহমেদ, অভিভাবক আইনাল হক সহ আরো অনেকে বক্তব্য রাখেন। তারা অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে পাস করিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ছাত্রীদের অনৈতিক কাজের কুপ্রস্তাব দেওয়া, জোরপূর্বক প্রাইভেট পড়ায় বাধ্য করা, নিয়মিতভাবে স্কুলে অনুপস্থিত থাকা, শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে বাজে ব্যবহার করা সহ নানা অভিযোগ করেন। উল্লেখ্য যে কয়েকদিন আগে অভিযুক্ত শিক্ষক হাদিস মিয়ার এক শিক্ষার্থীকে কুপ্রস্তাব দেওয়ার ফোন আলাপ ফাঁস হয়। এক পর্যায়ে শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষকের অপসারণ চেয়ে প্রধান শিক্ষকের অফিসের সামনে ভিক্ষুক করতে শুরু করে এবং অপসারণ না করলে তারা আর বিদ্যালয়ে আসবেন না বলে প্রধান শিক্ষককে হুশিয়ারি দেয়। এরকম উদ্ভূত পরিস্থিতিতে প্রধান শিক্ষক আমিনুল হক সহ, অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ মানবন্ধনে ভিক্ষুককারীদের সাথে একাত্মতা প্রকাশ করেন। প্রধান শিক্ষক আমিনুল হক কর্তৃপক্ষের সাথে আলোচনা সাপেক্ষে হাদিস মিয়া কে বহিষ্কারের প্রতিশ্রুতি দিলে শিক্ষার্থীগণ মানববন্ধন তুলে নেয়।

এই বিভাগের আরোও খবর

Logo