নওগাঁ জেলা পত্নীতলা থানার আকবরপুর ইউনিয়নের মশরইল গ্রামের মোঃ মোস্তাফিজুর রহমান (১৬) পিতা আনোয়ার প্রায় সাত দিন যাবত নিখোঁজ ছিলেন ।নিখোঁজের প্রায় ৭ দিন পর ১৩ নভেম্বর মশরইল গ্রামের পাশের একটি ধানখেতে খণ্ড খণ্ড মরদেহর হাড় ও তার পরনের পোশাক পাওয়া যায়।তাৎক্ষণিক পত্নীতলা থানা পুলিশ জানতে পেরে ঘটনা স্থলে চলে যায় এবং ঘটনাস্থল থেকে মোস্তাফিজুরের মরদেহর হাড় এবং তার পোশাক ফরেনসিক টেস্ট এর জন্য নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয় এবং গ্রামবাসীদের কাছ থেকে জানার চেষ্টা করে যে কে এর সঙ্গে জড়িত থাকতে পারে । এমতাবস্থায় নাঈম নামের একজন ছেলেকে ওইদিন জিজ্ঞাসাবাদ এর জন্য নিয়ে যায় । কিন্তু তারপর থেকে কোন আইনি পদক্ষেপ না দেখতে পেরে তার পরিবার ও ছাত্র জনতা ২৪ নভেম্বর রবিবার মানববন্ধনের আয়োজন করেন ।মানববন্ধনটি করা হয় পত্নীতলা থানার অন্তর্গত মধইলে । এই মানববন্ধনের মূল উদ্দেশ্য ছিল মোস্তাফিজুর রহমানের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত গ্রেফতারের দাবি । ছাত্র জনতার মধইলে মানববন্ধন করার কারণে রাস্তার যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে । তারপর পত্নীতলা থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্র জনতার সঙ্গে কথা বলে হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি বা বিচার করার আশ্বাস দেন ।তারপর ছাত্র জনতা মানববন্ধন বন্ধ করে দেয় । আজকের জন্য মানববন্ধন কর্মসূচি তুলে নিলেও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়া পর্যন্ত কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্র জনতা ।