অসহায় মানুষের মাঝে স্বচ্ছলতা ফিরিয়ে আনতে চট্টগ্রামের সাতকানিয়ার স্বনামধন্য সংগঠন সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির উদ্যেগে নগদ অর্থ প্রদান করা হয়। ১৪ জানুয়ারি (মঙ্গলবার ) বিকালের দিকে সাতকানিয়া উপজেলার ১৫নং ছদাহা ইউনিয়নের পূর্ব ছদাহার সিন্দিপ্যা-পাড়ার মোহাম্মদ হেলাল উদ্দিন'কে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে দেখতে যান সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির প্রতিনীধী৷ এসময় সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির পক্ষ থেকে অসুস্থ হেলাল উদ্দিন'কে নগদ অর্থ প্রদান করেন।এসময় উপস্থিত ছিলেন, সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ আমান, অর্থ সম্পাদক জসিম উদ্দিন এবং সহ-অর্থসম্পাদক মোঃ মূসা ।সততা গ্রুপ এন্ড টুয়েন্টি সোসাইটির সভাপতি মোহাম্মদ আমান উল্লাহ আমান বলেন, অসুস্হদের কিংবা অসহায়দের সাহায্য করা মানে তাদের প্রতি করুণা নয়, এটি আমাদের নৈতিক ও সামাজিক দায়িত্ব। দুর্দিনে মানুষের পাশে দাঁড়াতে পারা সৌভাগ্যের বিষয় এবং এটি অন্যতম মানবিক গুণ।