মুন্সীগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

আল আমিন প্রকাশিত: ২৭ মার্চ , ২০২৪ ০৮:২৪ আপডেট: ২৭ মার্চ , ২০২৪ ০৮:২৪ এএম
মুন্সীগঞ্জে স্বাধীনতা ও জাতীয় দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে শহীদদের নাম সংবলিত স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।মঙ্গলবার দিবসটির প্রথম প্রহরে শহরের পুরাতন কাচারিতে অবস্থিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপান বিপিএএ।

স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে মুন্সীগঞ্জে শহীদদের নাম সংবলিত স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন জেলার সর্বস্তরের মানুষ।মঙ্গলবার দিবসটির প্রথম প্রহরে শহরের পুরাতন কাচারিতে অবস্থিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মোঃ আবুজাফর রিপান বিপিএএ।

পরে মুন্সীগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব,পুলিশ সুপার আসলাম খান, জেলা আওয়ামী লীগ,জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, জেলা পরিষদ,জেলা সিভিল সার্জন,সদর উপজেলা,মুন্সীগঞ্জ প্রেসক্লাব, মুন্সীগঞ্জ পৌরসভাসহ জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন।এছাড়াও সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান ও সর্বস্তরের মানুষ শ্রদ্ধা জানান৷ 

এছাড়াও মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন উপজেলায় এক যোগে শহীদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।এবারের স্বাধীনতা দিবসে শিশুদের উপস্থিতি ছিলো চোখে পড়ার মত।শিশুরা হাতে বাংলাদেশের লাল সবুজ পতাকার পাশাপাশি ফুল নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে দেখা যায়।  
শ্রদ্ধা নিবেদন শেষে মুন্সীগঞ্জ স্টেডিয়ামে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।এতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও পুলিশ, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপিসহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনও অংশ নেয়।

এই বিভাগের আরোও খবর

Logo