মাদারীপুরে সড়ক দূর্ঘটনায় এক মুয়াজ্জনি নহিত হয়ছে।শনবিার (১৪ অক্টোবর) রাতে আ. কাদরে মাতুব্বর (৬৮) নামে মুয়াজ্জনি মোটরসাইকলে নয়িে মসজদিে আজান দওেয়ার উদ্দশ্যেে যাওয়ার পথে ভূরঘাটা নুর ক্লনিকিরে সামনে এ র্দুঘটনা ঘট।
এ সময় ঘটনাস্থল থকেে স্থানীয়রা তাকে উদ্ধার করে বরশিাল শবোচমি হাসপাতালে নলিে র্কতব্যরত চকিৎিসক তাকে মৃত ঘোষণা করনে। এ ঘটনায় এলাকায় শোকরে ছায়া নমেে আস।এদিকে পরবিারে চলছে কান্নার মাতম।
নহিত আঃ কাদরে মাতুব্বর কালকনিি পৌরসভার ৯নং ওর্য়াডে মৃত করম আলী মাতুব্বররে ছলে। তিনি দীর্ঘদিন ধরে ভূরঘাটা নুর ক্লনিকি জামে মসজদিরে মুয়াজ্জনি হসিবেে দায়ত্বি পালন করে আসছলিনে। এ বষিয়টি নশ্চিতি করছেনে কালকনিি থানার ওসি নাজমুল হাসান।