মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ২৫ জানুয়ারী , ২০২৪ ১১:১২ আপডেট: ২৫ জানুয়ারী , ২০২৪ ১১:১২ এএম
মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী
মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে বৃহস্পতিবার সকালেআলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর তিন সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ আহসান হাবিব, এমএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিকী, পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা। সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। এর আগে যশোরে আনন্দ র‍্যালি বের করা হয় যশোর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে আয়োজন করা হয় কালেক্টরেট চত্বরে দান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ২০০ তম জন্মবার্ষিকী উপলক্ষে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে  বৃহস্পতিবার সকালেআলোচনা  সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে আয়োজন করা হয়। প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর তিন সদর আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ডঃ আহসান হাবিব, এমএম কলেজের উপাধ্যক্ষ প্রফেসর আবু বক্কর সিদ্দিকী, পরিষদের সম্পাদক প্রফেসর মদন কুমার সাহা। সভাপতিত্ব করেন অধ্যক্ষ প্রফেসর মর্জিনা আক্তার। এর আগে যশোরে আনন্দ র‍্যালি বের করা হয় যশোর জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে আয়োজন করা হয় কালেক্টরেট চত্বরে দান অতিথি হিসেবে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র‍্যালির উদ্বোধন 

করেন জেলা প্রশাসক মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রফিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ওআইসিটি খালেদা খাতুন রেখা, যশোর জেলা ঘাতক নির্মল কমিটির সভাপতি হারুন অর রশিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক সানোয়ার আলম খান দুলু, শিল্পকলা একাডেমী সাধারণ সম্পাদক এডভোকেট মাহমুদ হাসান বুলু, যশোর ইনস্টিটিউটের সহ-সম্পাদক রওশান আরা রাসু। এসময় বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন র‍্যালিটি কালেক্টর থেকে শুরু হয়ে বকুলতলার বঙ্গবন্ধুর মোড়াল হয়ে দড়াটানা চিত্রা  মোড় এম আলী রোড হয়ে কালেক্টরের শেষ হয়।

এই বিভাগের আরোও খবর

Logo