ভূমির মালিকানা নিয়ে দ্বন্ধ ও সন্ত্রাসী হামলা, নিউজের তোয়াক্কা করি না বল্লেন হামলাকারী

জায়েদ আহমেদ প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:৩৩ আপডেট: ১১ ফেব্রুয়ারী , ২০২৫ ১৫:৩৩ পিএম
ভূমির মালিকানা নিয়ে দ্বন্ধ ও সন্ত্রাসী হামলা, নিউজের তোয়াক্কা করি না বল্লেন হামলাকারী
মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমির মালিকানা নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।

মৌলভীবাজারের কমলগঞ্জে ভূমির মালিকানা নিয়ে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। রোববার (০৯ফেব্রুয়ারি) রোববার বিকালে উপজেলার কামুদপুর গ্রামে এ ঘটনা ঘটে। জমি নিয়ে বিরোধের জেরে এই ঘটনা ঘটেছে বলে জানা গেছে। জানা যায়, উপজেলার আলীনগর ইউনিয়নের কামুদপুর গ্রামে ভূমির মালিকানা নিয়ে গত রোববার পূর্ব পরিকল্পিত ভাবে কামুদপুর গ্রামের কাতার প্রবাসী মো. আনোয়ার হোসেনের সাথে একই গ্রামের মো. নুরুল হোসেন, আবুল হোসেন, হুামায়ুন আহমদ, আব্দুল মালিক, মোহিত আহমদ গংরা ৯ ফেব্রুয়ারী বিকালে বসত বাড়ীর সীমানার বাহিরের জায়গা দখলের উদ্দেশ্যে মাপ জোক করতে থাকে। এ সময় বাড়ীর সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলার চেষ্টা করে। এসময় বাঁধা দিলে দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালিয়ে বাড়ীর সামনের সীমানা পিলারের খুঁটি ও বাড়ীতে প্রবেশের পাকা রাস্তার ভাংচুর করে, বাঁধা দিলে প্রাণনাশে হুমকি দেয় তারা।এ সময় আনোয়ার হোসেন জীবন রক্ষার্থে বসত ঘরের দরজা-জানালা বন্ধ করে ভেতরে অবস্থান নেন। হামলার শিকার ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীরা জানান, কামদপুর গ্রামের আনোয়ার হোসেন ও একই এলাকার নুরুল, আবুল, হুমায়ুন এর সঙ্গে জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে রোববার সকালে একদল সন্ত্রসীরা দেশীয় অস্র নিয়ে বাড়িতে হামলা চালায়। এব্যাপারে জানমালের নিরাপত্তা ছেয়ে রাতেই আনোয়ার হোসেনের ছেলে বাদী হয়ে কমলগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। আলাপকালে আনোয়ার হোসেন বলেন,থানায় অভিযোগ দেয়ার পর উল্লেখিত সন্ত্রাসীরা পুনরায় রাতের বেলা বাড়ীর সম্মুখে লাঠি সোটা নিয়ে এ হাল্লা-চিৎকার করতে থাকে। তারা বাড়ির সীমানা খুঁটি ভেঙ্গে ফেলে। এ ঘটনায় পরিবার-পরিজন নিয়ে আতংকে দিন পার করছি।  অভিযোগের বিষয়ে নুরুল হোসেন বলেন, ‘জায়গা আমাদের বাপ দাদার মুরুশী সম্পত্তি। আমরা দখল করছি না। তিনি আমাদের নামে মিথ্যা অভিযোগ করছেন। তবে নিউজে আমার কিছু হবে না বলে জানান নুরুল হোসেন। কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সৈয়দ ইফতেখার হোসেন বলেন,‘অভিযোগ হয়েছে,পুলিশ গেছে। তদন্তক্রমে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের আরোও খবর

Logo