ব্ল্যাকমেইল ও মুক্তিপণ আদায়কারী চক্রের ৩ সদস্য আটক

মোঃ ইসমাইল ইমন প্রকাশিত: ১৯ নভেম্বর , ২০২৩ ০৮:২৮ আপডেট: ১৯ নভেম্বর , ২০২৩ ০৮:২৮ এএম
ব্ল্যাকমেইল ও মুক্তিপণ আদায়কারী চক্রের ৩ সদস্য আটক
চট্টগ্রামে ডিবি(বন্দর ও পশ্চিম) বিভাগের স্পেশাল টিম নারী দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় চক্রের তিন জনকে আটক করেছে।

চট্টগ্রামে ডিবি(বন্দর ও পশ্চিম) বিভাগের স্পেশাল টিম নারী দিয়ে ব্ল্যাকমেইল করে টাকা আদায় চক্রের তিন জনকে আটক করেছে।

এই সিন্ডিকেটের সদস্যরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন এলাকায় ঘুরে ব্যবসায়ীদের দোকানে লেখা নাম্বার, বিভিন্ন ব্যবসায়ীদের নাম্বার সংগ্রহ করে সিন্ডিকেটের নারী সদস্য শারমিনকে দেয়। শারমিন সেই নাম্বারে কল দিয়ে ভাব জমায়। পরবর্তীতে স্বামী অনেকদিন প্রবাসী বলে ফোনে বন্ধুত্ব করে এক পর্যায়ে বাসায় ডেকে নেয় টার্গেট ব্যবসায়ীকে। এরপর বাসায় অসামাজিক কাজের আগে বা পরে পূর্ব থেকে ওৎ পেতে থাকা ৩/৪ জন সিন্ডিকেট সদস্য ঘরে ঢুকে টার্গেটকে আটক করে মারধর করে এবং ভিডিও ধারন করে এবং তা ফেইসবুকে পোস্ট দিবে, ভাইরাল করবে বলে লাখ টাকা বিভিন্ন বিকাশ ও নগদ একাউন্টের মাধ্যমে আদায় করে ভিকটিমকে ছেড়ে দেয়। ভিকটিম প্রশাসনের দারস্থ হলে ধারনকৃত ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিবে বলে হুমকি দেয়।

এই সিন্ডিকেটের গ্রুপ লিডার ১) আবু জাফর প্রকাশ জুয়েল ও ২) নাছির প্রকাশ ডিবি নাছির। ঘটনার শিকার একজন ভিকটিম ডিবি (বন্দর-পশ্চিম) অফিসে অভিযোগ জানালে গতকাল ১৭ নভেম্বর শুক্রবার বিকেল ৩:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬টা নাগাদ বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আসামী শারমিনকে পাহাড়তলী কাজির দিঘী, আসামী জুয়েলকে ডবলমুরিং মোল্লাপাড়া থেকে ও আসামী নাছির কে সানমার মার্কেট থেকে গ্রেফতার করে ডিবি বন্দর পশ্চিমের স্পেশাল টিম তাদের প্রযুক্তির সহায়তায়। গ্রেফতারকৃত আসামীদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক বাকি সহযোগী আসামীদের গ্রেফতারে বিষয়ে অভিযান চলমান রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo