নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ক্রয়কৃত জমিতে নতুন ঘর নির্মাণ করায় উক্ত ঘরে সন্ত্রাসী হামলা ও ভাংচুর করা হয়েছে
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় ক্রয়কৃত জমিতে নতুন ঘর নির্মাণ করায় উক্ত ঘরে সন্ত্রাসী হামলা ও ভাংচুর করা হয়েছে । উভয় পক্ষের আহত মোট ৯ জন ।
শুক্রবার (১৮ এপ্রিল) সকাল ৭ ঘটিকায় উপজেলার বলাইশিমুল ইউনিয়নের উলুয়াটি (মধ্যপাড়া) গ্রামের নজরুল ইসলামের নতুন বসত ভিটায় এ সন্ত্রাসী হামলা ও ভাংচুর করা হয় ৷ এতে আহত হোন ক্রয়কৃত জায়গায় নির্মিত ঘরের মালিক নজরুল ইসলাম (৫৬)সহ নাসরিন (২৫) , হ্যাপি (৩৫), রফিকুল (৪০) ও সাইকুল (৩০) । আহতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে পারিবারিক সূত্রে ।
এর আগে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্যে রফিকুল (৪০), নজরুল (৫৬) ও নাসরিন (২৫)কে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন জরুরি বিভাগ ৷
সরেজমিনে গিয়ে কথা হয় নজরুলের ভাই জসিম উদ্দিনের সাথে । তিনি বলেন, আমরা গরিব ও নিরীহ মানুষ । দিন আনি দিন খাই । আমরা সাত (৭) ভাই এক সঙ্গে একই বাড়িতে থাকি । জায়গার সমস্যার কারণে অনেক কষ্ট করে এইটুকু জায়গা ক্রয় করে বাড়ি নির্মাণ করেছিলাম । কিন্তু এই বাড়িটিও আবু সাদেক, খোকন, মুকুল, ফয়সালসহ আওয়ামী লীগের ভাড়াটিয়া সন্ত্রাসী বাহিনী নিয়ে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়েছে । এতে বাধা দিতে গেলে আমার ভাই ও ভাবিদের গুরতর আহত করে । বিশেষ করে আমার ভাই নজরুল ময়মনসিংহ মেডিকেলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে । আমি এর সুষ্ঠু বিচার চাই ।
অভিযুক্ত খোকন মিয়ার সহধর্মিণী মোমেনা আক্তার (৫০) বলেন, এই জায়গা আমার মামা শশুরের । কিন্তু এর ওয়ারিশান আমরাও । আমাদেরকে না জানিয়ে এই জায়গা বিক্রি করে দেয় নজরুলের কাছে । এটা ঠিক হয় নি ।
অভিযুক্ত আবু সাদেক বলেন, এই জায়গা নিয়ে কোর্টে মামলা চলমান রয়েছে । কোন ভাবেই এই জায়গা বিক্রি ও ক্রয় করতে পারেন না কেউ । তাই আমরা বাধা দিয়েছি । আমাদের তিনজন আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।
এ বিষয়ে কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান মুঠোফোনে জানান, ইতোমধ্যে আমরা ঘটনা অবগত হয়েছি । অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে ৷