বোচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জ উপজেলা নির্বাচন

মোঃ ইউসুফ আলী প্রকাশিত: ২৩ মে , ২০২৪ ০৮:১৫ আপডেট: ২৩ মে , ২০২৪ ০৮:১৫ এএম
বোচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জ উপজেলা নির্বাচন
দেশে চলমান ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত মঙ্গলবার (২১ মে-২০২৪) দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

দেশে চলমান ষষ্ঠ উপজেলা নির্বাচনের দ্বিতীয় ধাপে গত মঙ্গলবার (২১ মে-২০২৪) দিনাজপুরের বিরল, বোচাগঞ্জ, কাহারোল ও বীরগঞ্জ উপজেলায় সুষ্ঠ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।

নির্বাচনী ফলাফলে বিরল উপজেলায় এ কে এম মোস্তাফিজুর রহমান, বোচাগঞ্জে মো. আফছার আলী, কাহারোলে এ কে এম ফারুক এবং বীরগঞ্জে মো. আবু হুসাইন বিপু বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

ব্যালটের মাধ্যমে সকাল ৮টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। কোথাও তেমন কোন বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

রাতে স্ব স্ব উপজেলায় নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তাগন চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রাথমিক ফলাফল ঘোষনা করেন।

বিরল উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান এ কে মোস্তাফিজুর রহমান (আনারস) ৫৫ হাজার ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি রমা কান্ত রায় (মটর সাইকেল) পেয়েছেন ৪১ হাজার ২৬২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে মো. তোফাজ্জাল হোসেন তোফা (মাইক) ৬৯ হাজার ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফিরোজা বেগম সোনা (পদ্মফুল) ৫৮ হাজার ১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বোচাগঞ্জ উপজেলায় বেসরকারি ফলাফলে চেয়ারম্যান পদে মো. আফছার আলী (ঘোড়া) ৪৬ হাজার ৩৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি মো. জুলফিকার হোসেন (আনারস) পেয়েছেন ৩৩ হাজার ৪০৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রেদওয়ানুল করিম রাবিদ (বই) ৩৭ হাজার ২০৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে লায়লা আক্তার মোত্তালেব (ফুটবল) ৪৭ হাজার ১৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

কাহারোল উপজেলায় বেসরকারি ফলাফলে প্রথম বারের মত চেয়ারম্যান পদে এ কে এম ফারুক (দোয়াত কলম) ৩৩ হাজার ১৪০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আরমান সরকার (মোটারসাইকেল) পেয়েছেন ২৫ হাজার ১২ ভোট। ভাইস চেয়ারম্যান পদে রঘুনাথ চন্দ্র রায় (টিয়াপাখি) ২০ হাজার ৫৯৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ডলোমনি (পদ্মফুল) ৩১ হাজার ৩৮৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

বীরগঞ্জ উপজেলায় বেসরকারি ফলাফলে প্রথম বারের মত চেয়ারম্যান পদে মো. আবু হুসাইন বিপু (আনারস) ৪৪ হাজার ৩৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম (ঘোড়া) পেয়েছেন ৩২ হাজার ৪১৮ ভোট। ভাইস চেয়ারম্যান পদে পরিমল কুমার রায় (চশমা) ৪৯ হাজার ৪৫৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আয়েশা আক্তার বৃষ্টি (কলস) ৬৪ হাজার ৩৫৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এই বিভাগের আরোও খবর

Logo