বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি

শরীফ হোসাইন প্রকাশিত: ১ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৫৯ আপডেট: ১ সেপ্টেম্বর , ২০২৫ ১৬:৫৯ পিএম
বিএনপি'র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভোলায় বর্ণাঢ্য র‍্যালি করেছে ভোলা জেলা বিএনপি। সোমবার (১লা সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়। ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমের নেতৃত্বে র‍্যালিটি শহরের মহাজনপট্টি, সদর রোড, বাংলা স্কুল মোড়, নতুন বাজার হয়ে পুনরায় জেলা বিএনপির কার্যালয়ে এসে শেষ হয়। 
র‍্যালি পূর্ব সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপি'র সদস্য সচিব রাইসুল আলম, কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী সদস্য হায়দার আলী লেলিন, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম খান, যুগ্ম আহ্বায়ক হারুন অর রাশিদ ট্রুম্যান, এনামুল হক, শফিউর রহমান কিরণ, উপজেলা বিএনপি আহবায়ক আসিফ আলতাফ, সদস্য সচিব হেলাল উদ্দিন প্রমূখ। এ সময় জেলা, উপজেলা, পৌর বিএনপি, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিকদল, কৃষক দল, শ্রমিক দল, ছাত্রদলসহ বিএনপি ও তার বিভিন্ন অঙ্গ-সংগঠনের হাজার হাজার নেতাকর্মী উপস্থিত ছিলেন। এ সময় নেতাকর্মীরা বিভিন্ন শ্লোগান স্লোগানে ভোলার রাজপথ মুখরিত রাখে।

এই বিভাগের আরোও খবর

Logo