লামা উপজেলার আজিজনগর ইউনিয়নে এক বৃদ্ধ মহিলাকে ধর্ষণের দায়ে একজনকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে স্থানীয় জনতা। ১৬'ই মার্চ,২৫ইং (রবিবার) সকাল ১১ঘটিকার সময় আজিজনগর ইউনিয়ন এর (৪নং ওয়ার্ড) ইসলামপুরের সন্দীপ পাড়া নামক এলাকায় এ ঘটনা ঘটে। ভিক্টিম ইসলামপুর এলাকার এক বৃদ্ধ মহিলা। স্থানীয়রা জানান তিনি মানসিক ভারসাম্যহীন।আজ সকালে বাসার লোকজন যখন অন্যান দিনের মতো কাজে বেরিয়ে যায় তখন ধর্ষক ছিদ্দিক তাকে পাশের একটি পাহাড়ে নিয়ে সেখানে ধর্ষণ করে বলে জানা যায়। পরে ঘটনা জানতে পেরে স্থানীয়রা তাকে আটক করে আজিজনগর পুলিশ ফাঁড়িতে নিয়ে আসে। এ বিষয়ে আজিজনগর পুলিশ ফাঁড়ির এসআই(ইনচার্জ) আহমেদ মোর্শেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি।তাকে গ্রেফতার করে নিয়ে আসা হয়েছে এবং মানলা প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে।