বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

আব্দুল আওয়াল আলিফ প্রকাশিত: ২৬ ডিসেম্বর , ২০২৪ ১৮:২৫ আপডেট: ২৬ ডিসেম্বর , ২০২৪ ১৮:২৫ পিএম
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি
বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকি

বান্দরবান জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাইকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অজ্ঞাতস্থান থেকে মোবাইলে টাকা চাওয়ার পর এই হুমকি দেয়া হয়। এ ঘটনার পর জেলা পরিষদের চেয়ারম্যান সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। পুলিশ ঘটনাটি তদন্ত করে দেখছে।বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে বড়দিনের অনুষ্ঠান শেষে নিজ বাসায় অবস্থান করার সময় এই হুমকি দেওয়া হয়।থানজামা লুসাইয়ের সহধর্মিনী লালসানি লুসাই ঘটনার কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে।সদর থানায় দেওয়া সাধারণ ডায়েরি থেকে জানা যায়, দুপুর সাড়ে ১২টার দিকে নিজেকে অটল বাবু পরিচয় দিয়ে ০১৮৫৮০৩৯৬১৩ নম্বর থেকে চাঁদা দাবি করে। পরে জেলা পরিষদের চেয়ারম্যান চাঁদা দিতে অস্বীকার করলে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ পারভেজ সাংবাদিকদের ঘটনাটি পুলিশ তদন্ত করে দেখছে বলে জানান।

এই বিভাগের আরোও খবর

Logo