বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত

গোলাম রব্বানী প্রকাশিত: ১৭ মার্চ , ২০২৪ ১১:০২ আপডেট: ১৭ মার্চ , ২০২৪ ১১:০২ এএম
বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মার্চ সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে সকাল ১০ টায় পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল ও শেষে হলরুমে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও।

উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ই মার্চ  সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বঙ্গবন্ধু  প্রতিকৃতিতে সকাল ১০ টায়  পুষ্পার্ঘ্য অর্পণ, দোয়া মাহফিল ও শেষে হলরুমে আলোচনাসভা  অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন মোঃ আরিফুজ্জামান, উপজেলা নির্বাহী কর্মকর্তা হরিপুর ঠাকুরগাঁও।

এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  হরিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও  বাংলাদেশ আওয়ামী লীগ হরিপুর  উপজেলা শাখার সভাপতি  অধ্যক্ষ মো,জিয়াউল হাসান মুকুল।আরও উপস্থিত ছিলেন হরিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ, কৃষি অফিসার মো,রুবেল হোসেন, ডাঃ মোঃ আসাদুজ্জামান, হরিপুর থানা স্বাস্থ্য কমপ্লেক্স হরিপুর ঠাকুরগাঁও । 

উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোতাহারা পারভীন সুমি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম আলমগীর।সহ-সভাপতি মো,আবদুল জলিল ও মো,আনোয়ার হোসেন।যুগ্ম সাধারণ সম্পাদক মো,মনোয়ারুল ইসলাম রিপনসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগন, শিক্ষক, ও কচিকাঁচা ছাত্র-ছাত্রীবৃন্দ।আরো উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট বিষয়ের  ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

এই বিভাগের আরোও খবর

Logo