ফিলিস্তিনের পক্ষে পতাকা উত্তোলন

মোঃ এরশাদ আলী প্রকাশিত: ৮ মে , ২০২৪ ১০:৫৭ আপডেট: ৮ মে , ২০২৪ ১০:৫৭ এএম
ফিলিস্তিনের পক্ষে পতাকা উত্তোলন
ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ ছাত্রলীগ।

ন্যায় ও মানবাধিকার প্রতিষ্ঠার মাধ্যমে স্বাধীন রাষ্ট্র ফিলিস্তিনের স্বীকৃতি এবং নিরীহ ফিলিস্তিনিদের ওপর পরিচালিত মানবতাবিরোধী অপরাধের বিরুদ্ধে বিশ্বব্যাপী চলমান আন্দোলনের প্রতি সংহতি প্রকাশ করছে বাংলাদেশ ছাত্রলীগ।

এরই প্রেক্ষিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র-আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে এবং হত্যাযজ্ঞ বন্ধ করে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আদমদীঘি উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে পতাকা উত্তোলন কর্মসূচি পালন করেছে।

সোমবার (৬ মে) সকাল সাড়ে ১১টায় সান্তাহার সরকারি কলেজ প্রাঙ্গনে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে বিশ্বব্যাপী চলমান ছাত্র আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে কলেজে ফিলিস্তিনের পতাকা উত্তোলন করেছে ছাত্রলীগ। কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। আদমদীঘি উপজেলা ছাত্রলীগ নেতা সাকিব আল হাসানের উদ্দোগ্যে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগ নেতা শাহীন হাসান শুভ, রসি, রনি, আতিক, রহিম, পিয়াস, সুমন, আপন, রনি, আমির প্রমূখ।

এই বিভাগের আরোও খবর

Logo