ফরিদপুরে মন্দিরে অগ্নিসংযোগ ও গণপিটুনিতে হতাহতের ঘটনায় পুলিশের সাংবাদিক সম্মেলন

নাজিম বকাউল প্রকাশিত: ২০ এপ্রিল , ২০২৪ ১০:২৪ আপডেট: ২০ এপ্রিল , ২০২৪ ১০:২৪ এএম
ফরিদপুরে মন্দিরে অগ্নিসংযোগ ও গণপিটুনিতে হতাহতের ঘটনায় পুলিশের সাংবাদিক সম্মেলন
ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে বারোয়ারি মন্দিরের কালি প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্দদের হামলার দুই নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় সাংবাদিক সম্মেলন করেছে ফরিদপুর জেলা পুলিশ।

ফরিদপুরের মধুখালী উপজেলার ডুমাইন ইউনিয়নের পঞ্চপল্লীতে বারোয়ারি মন্দিরের কালি প্রতিমায় আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে বিক্ষুব্দদের হামলার দুই নির্মাণ শ্রমিক নিহতের ঘটনায় সাংবাদিক সম্মেলন করেছে ফরিদপুর জেলা পুলিশ।

সাংবাদিক সম্মেলনে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ মোর্শেদ আলম জানান, মন্দিরে অগ্নি সংযোগের ঘটনায় নির্মাণ শ্রমিকদের সম্পৃক্ততার বিষয়ে স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি। তাদের সম্পৃক্ত থাকার বিষয়টি প্রশ্নবিদ্ধ বলে মন্তব্য করেন। তবে তিনি জানান আগুন যেভাবেই লাগুক না কেন তা তদন্তে বেরিয়ে আসবে বলে তিনি উল্লেখ করেন। 

পুলিশ সুপার জানান, প্রতিমায় অগ্নি কান্ডের ঘটনার পর দ্রুততম সময়ের মধ্যে রিউমার ছড়িয়ে পড়ে, এবং শত শত মানুষ রিউমারের কারণে বিক্ষুব্ধ হয়ে হামলায় অংশ নেয়। এ ঘটনায় একাধিক মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। 

সাংবাদিক সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মাদ ইমদাদ হোসাইন ও মো. সালাউদ্দিন এবং কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ মো. হাসানুজ্জামানসহ পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরোও খবর

Logo