ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্বিক প্রাণপুরুষ হযরত শাহসূফি আলহাজ্ব মাওলানা সৈয়দ গোলামুর রহমান (ক:) আল্-হাসানী, আল্-মাইজভান্ডারী প্রকাশ বাবাভান্ডারী কেবলার পুত্র
ফটিকছড়ির মাইজভান্ডার দরবার শরীফের আধ্যাত্বিক প্রাণপুরুষ হযরত শাহসূফি আলহাজ্ব মাওলানা সৈয়দ গোলামুর রহমান (ক:) আল্-হাসানী, আল্-মাইজভান্ডারী প্রকাশ বাবাভান্ডারী কেবলার পুত্র, হযরত গাউছে জামান মাইজভান্ডারী শাহসূফি আলহাজ্ব মাওলানা সৈয়দ শফিউল বশর (কঃ) আল-হাসানী, আল-মাইজভান্ডারী কেবলার বড় পুত্র গদিনশীন শাহসূফি আলহাজ্ব মাওলানা সৈয়দ হাবিবুল বশর আল-হাসানী, আল্-মাইজভান্ডারী কেবলার ৭৪ তম পবিত্র খোশরোজ শরীফ, আজ ১৬ই জুলাই রোজ বুধবার দরবার শরীফস্থ গাউছিয়া রহমান মঞ্জিলে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। এ উপলক্ষে গত সোমবার থেকে দেশ ও বিদেশ হতে লক্ষ লক্ষ আশেকানে মাইজভান্ডারীগণ শত-শত গাড়ী যোগে মাইজভান্ডার দরবারে সমবেত হয়। পবিত্র খোশরোজ শরীফ ১৬ই জুলাই রোজ বুধবার সকাল থেকেই ভক্ত-মুরিদানগণ খতমে-কোরআন, জিকির ও নফল ইবাদতে মশগুল ছিলেন এবং পীর সাহেবের সাথে সাক্ষাত করে দোয়া প্রার্থনা করেন।রাত্রে মাইজভান্ডারী শাহী ময়দানে গাউছিয়া মাইজভান্ডারীয়া হাবিবীয়া কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বিশাল ভক্ত সমাবেশ, ওয়াজ ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে আখেরী মোনাজাত পরিচালনা করেন আলহাজ্ব মাওলানা সৈয়দ হাবিবুল বশর আল-হাসানী, আল্-মাইজভান্ডারী সাহেব।