নোয়াখালীর চাটখিলে অসহায় বিধবা পরিবারের উপর নির্যাতনের অভিযোগ

মোঃ হানিফ প্রকাশিত: ৪ জানুয়ারী , ২০২৫ ১১:২১ আপডেট: ৪ জানুয়ারী , ২০২৫ ১১:২১ এএম
নোয়াখালীর চাটখিলে অসহায় বিধবা পরিবারের উপর নির্যাতনের অভিযোগ
সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নোয়াখালী জেলার চাটখিল উপজেলায় হাটপুকুরিয়া- ঘাটলাবাগ ইউনিয়নের নারায়ণপুর লদের বাড়ির মৃত মো: নুর মোহাম্মদের স্ত্রীর উপর বিভিন্ন ভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে অসহায়

সম্পত্তি সংক্রান্ত বিরোধের জের ধরে নোয়াখালী জেলার  চাটখিল উপজেলায় হাটপুকুরিয়া- ঘাটলাবাগ ইউনিয়নের নারায়ণপুর লদের বাড়ির মৃত মো: নুর মোহাম্মদের স্ত্রীর উপর বিভিন্ন ভাবে নির্যাতনের অভিযোগ রয়েছে। দীর্ঘদিন ধরে অসহায় এই পরিবারটি বিচারের আশায়  স্থানীয় ইউনিয়ন পরিষদ সহ  গণ্যমান্য ব্যক্তিবর্গদের  দ্বারে দ্বারে ঘুরলেও  প্রতিপক্ষরা বিভিন্ন ভাবে প্রভাব খাটিয়ে বিচার কার্যক্রমে বাঁধা সৃষ্টি করে আসছে।  তাই  নিরুপায় হয়ে  বিধবা হোসনেয়ারা বেগম গত বৃহস্পতিবার (২ জানুয়ারি)  বিকেলে  থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগে জানা যায়, হোসনেয়ারা বেগমের স্বামী মারা যাওয়ার পর থেকে তার স্বামীর পৈত্রিক ওয়ারিশী সম্পত্তি ও খরিদকৃত সম্পত্তি জোরপূর্বক প্রতিপক্ষরা দীর্ঘদিন থেকে জবরদখল করে রেখেছে। এবং বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে তাদের কে ছোট খাটো বিষয় নিয়ে তাদের উপর নির্যাতন চালিয়ে আসছে। এছাড়া তাদের মা- মেয়েকে বিভিন্ন ভাবে সামাজিক ভাবে নাজেহাল করার জন্য তাদের বিরুদ্ধে কুৎসা রটনা করে তাদের কে মানসিক ভাবে নির্যাতন করে। অবশেষে নিরুপায় হয়ে তিনি প্রতিপক্ষের একই বাড়ির মো: শাহিন (৪০), মো: জাহাঙ্গীর (৫০), আবদুল মতিন (৪৫) সহ ৫ জনকে আসামী করে থানায় অভিযোগ করেন। তিনি বৃহস্পতিবার বিকেলে চাটখিল প্রেসক্লাবে এসে উপস্থিত সাংবাদিকদের কাছে তার পরিবারের উপর বিভিন্ন ভাবে নির্যাতনের চিত্র তুলে ধরে বলেন, তিনি তার ব্যবসায়ী  স্বামীর সাথে ঢাকায় বসবাস করতো।২০১২ সালে তার স্বামী মারা যায়। এর  ৭ বছর পর তার ১৮ বছর বয়সী ছেলেটাও মারা যায়। তখন তিনি মেয়ে নিশু কে নিয়ে গ্রামের বাড়িতে আসেন। গ্রামের বাড়িতে আসার পর গত ৫ বছর ধরে প্রতিপক্ষকের লোকজন কারণে- অকারণে তাদের কে মারধর করে বিভিন্ন ভাবে হুমকি দিয়ে বাড়ি থেকে উচ্ছেদ করতে চায়। তাদের চলাচলের রাস্তাটিও মাঝে মধ্যে বন্ধ করে দেয়। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় অনেকেই ঘটনার সত্যতা স্বীকার করেছেন। এই ব্যাপারে চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী অভিযোগ প্রাপ্তির কথা স্বীকার করে বলেন, ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এই বিভাগের আরোও খবর

Logo