নিয়ামতপুরে এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সবুজ সরকার প্রকাশিত: ১২ জানুয়ারী , ২০২৫ ০৮:৩৯ আপডেট: ১২ জানুয়ারী , ২০২৫ ০৮:৩৯ এএম
নিয়ামতপুরে এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত
নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে উপজেলা পর্যায়ে এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

নওগাঁর নিয়ামতপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে  উপজেলা পর্যায়ে এ্যাথলেটিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শনিবার(১১ জানুয়ারি) সকাল থেকে দুপুর পর্যন্ত নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ্যাথলেটিক প্রতিযোগিতার মধ্যে ছিল  ১০০, ২০০, ৪০০, ৮০০, ১৫০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, শর্টপুট, ডিসকাস থ্রো এবং ৪০০ মিটার রিলে দৌড়।  উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রেজাউল ইসলাম, থানা তদন্ত কর্মকর্তা বাবুল চন্দ্র দাস, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আব্দুল লতিফ, নিয়ামতপুর সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর কবির প্রমুখ। এই এ্যাথলেটিক প্রতিযোগিতার  উপজেলার শ্রেষ্ঠ খেলোয়াড় জেলা পর্যায়ে চূড়ান্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

এই বিভাগের আরোও খবর

Logo