নান্দাইলে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ফরিদ মিয়া প্রকাশিত: ৬ জুলাই , ২০২৫ ১৬:৩৯ আপডেট: ৬ জুলাই , ২০২৫ ১৬:৩৯ পিএম
নান্দাইলে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাও ইউনিয়নের সিংদই গ্রামে চুরি, মাদক, জুয়া, যৌতুক, ভূমিদস্যু দমন, বাল্যবিবাহ ও সন্ত্রাস বিরোধী সহ সব ধরনের পুলিশিং কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে ও সুষ্ঠু পরিবেশ নিয়ন্ত্রণ রাখার নির্মিত্তে সিংদই গ্রামবাসীর আয়োজনে বিট পুলিশিং ও কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার ৯ নং আচারগাও ইউনিয়নের সিংদই টংগীরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠিত অনুষ্ঠিত হয়।
অবসরপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার একেএম মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার গৌরীপুর সার্কেল দেবাশীষ কর্মকার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নান্দাইল মডেল থানার অফিসান ইনচার্জ আনোয়ার হোসেন, অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার জাহিদুল ইসলাম, পুলিশ পরিদর্শক তদন্ত মুজাহিদুল ইসলাম, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুল, কালের কন্ঠের ময়মনসিংহ জেলা প্রতিনিধি আলম ফরাজি প্রমুখ। এছাড়াও এলাকার গণ্যমান্য ব্যক্তিরাও তাদের নিজস্ব মতামত প্রদানে বক্তব্যে অংশ নেন।
বক্তারা এলাকার যে কোনো অপরাধ কর্মকাণ্ডের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দৃঢ় অঙ্গিকার ব্যক্ত করেন এবং তাদেরকে সঠিক তথ্য দিয়ে সাহায্য করার জন্য আহবান জানিয়েছেন। এসময়  শতশত এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এর আগে উপস্থিত সবাইকে নিয়ে উন্মুক্ত আলোচনার মাধ্যমে এলাকার অপরাধ কর্মকাণ্ড গুলো চিহ্নিত করে নোট করে হয়েছে। পরে সভাপতির বক্তৃতায় অনুষ্ঠান সমাপ্ত হয়।

এই বিভাগের আরোও খবর

Logo