ইসলামী মহা সম্মেলন আয়োজন করা হয় স্থানীয় অনেক ওলামায় একরামগণ উপস্থিত ছিলেন সভাপতিত্ব করবেন হযরত হাফেজ মোঃ ইদ্রিস আলী দা.বা.
মুহতামিম, জুম্মাপাড়া মাদরাসা, রংপুর। তাশরীফ আনবেন মুফতি জসিম উদ্দিন রহমানী, ঢাকা মুফতি মাহমুদুল হাসান গুনবী, নারায়ণগঞ্জ হযরত মাওলানা শরীফ মুহাম্মাদ, ঢাকা মুফতি যুবায়ের আহমাদ, বিশিষ্ট দাঈ ও অন্যান্য ওলামায়ে কেরামগণ। ইসলামী নাশিদ পেশ করবেন- আল আমিন সাক্বী স্থান:পাবলিক লাইব্রেরি মাঠ রংপুর। জাতীয় ফাসেদও প্রাপ্ত ইসলামী কণ্ঠশিল্পী, পরিচালক- ডি.টি নাশিদ টিম, চট্টগ্রাম নর্থবেঙ্গল ইকরামুল উম্মাহ ফাউন্ডেশন।