নদী ভাঙ্গনে দিশেহারা কুষ্টিয়া ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়ন এর মসলেমপুর, টিকটিকি পাড়া ও দশ মাইলের মানুষজন। এইভাবে ভাঙতে থাকলে কুষ্টিয়া পাবনার মহাসড়ক যে কোন সময়ে ভাঙনের শিকার হতে পারে বলে সুধীজনদের ধারণা।
ভাঙন রক্ষায় এলাকা বাসী আজ সড়ক অবরোধ করলে মহাসড়কে বিশাল যানযট এ পরিণত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু'র হস্তক্ষেপে অবরোধ প্রত্যাহার করেন বিক্ষুব্ধ জনতা। মঙ্গলবার ১৭/৯/২৪ তারিখ উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু ভুক্তভোগী জনতা সাথে নিয়ে নদী ভাঙন পরিদর্শন করেন।
এসময়ে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আনোয়ার হোসাইনসহ উপজেলার কর্মকর্তাবৃন্দ। এলাকা বাসীর ভাষ্য মাটি কাটা, বালির ব্যবসায়ীদের পাহাড়সম বালির স্তুপ জমানোই এর অন্যতম কারণ। জরুরী ভিত্তিতে নদী ভাঙন রক্ষা করতে না পারলে কুষ্টিয়া পাবনা মহাসড়ক চরম ঝুঁকির মধ্যে রয়েছে। এলাকা বাসীর বাড়িঘর এবং মহাসড়ক রক্ষায় অবিলম্বে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন ভুক্তভোগী জনতা।