দেশকে বৈষম্যহীন দেশে পরিণত করতে হবে

এসএম মিরাজুল কবীর টিটো প্রকাশিত: ৩ নভেম্বর , ২০২৪ ১৫:০৫ আপডেট: ৩ নভেম্বর , ২০২৪ ১৫:০৫ পিএম
দেশকে বৈষম্যহীন দেশে পরিণত করতে হবে
বৈষম্য বিরোধী সনাতন সমাজ যশোরে উদ্যোগে শনিবার বেলা ১২টায় শিল্পকলা একাডেমিতে শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেয়াসহ ক্রেস প্রদান করা হয়।

 বৈষম্য বিরোধী সনাতন সমাজ যশোরে উদ্যোগে শনিবার বেলা ১২টায় শিল্পকলা একাডেমিতে শারদীয় দুর্গোৎসবোত্তর পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে অতিথিদের উত্তরীয় পড়িয়ে দেয়াসহ ক্রেস প্রদান করা হয়।এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশন (সার্বিক) হুসাইন শওকত। তিনি বলেন, চন্ডীপাঠের মধ্যদিয়ে অনুষ্ঠান শুরু হয়েছে। এটা নতুন। বিশেষ করে ঈদ পুনর্মিলনীর বাইরে এ ধরনের অনুষ্ঠানও নতুন। নতুন সমাজের বৈষম্য দুর করতে এধরনের আয়োজন করা প্রশংসনীয়।  ইতিমধ্যে উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব হয়েছে। এধারা অব্যাহ রাখতে হবে।  এ দেশে ,সমাজে কোন বৈষম্য থাকবে না। দেশকে বৈষম্যহীন দেশে পরিণত করতে হবে। সকলে সামনের দিকে এগিয়ে যাবো।বিশেষ অতিথির বক্তব্য রাখেন, যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর  ড. মুস্তাফিজুর রহমান, শহীদ মশিউর রহমান ল কলেজের অধ্যক্ষ প্রফেসর খন্দকার মকছুদুল হক, বাঁচতে শেখার প্রতিষ্ঠিতা নির্বাহী পরিচালক ড. এঞ্জেলা গোমেজ, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্ত্তজা ছোট, ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক ডাক্তার আবুল কালাম আজাদ লিটু,  রাইটস যশোরের নির্বাহী  পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রাশেদ খান।বৈষম্য বিরোধী সনাতন সমাজ যশোরের আহবায়ক মৃনাল কান্তি দে’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন  বৈষম্য বিরোধী সনাতন সমাজ যশোরে সদস্য সচিব অখিল চক্রবর্তী, প্রফেসর কার্ত্তিক চন্দ্র রায়, বীর মুক্তিযোদ্ধা অশোক কুমার রায়, প্রবীর কুমার সরকার, উজ্জল হালদার, অধ্যাপক আবুল কাশেম অনিল কুমার বিশ^াস, রবীন কুমার আচার্য্য, প্রমুখ।

এই বিভাগের আরোও খবর

Logo