দিনাজপুরে সিপিবির দ্বাদশ জেলা সম্মেলনে ডা: দিবালোক সিংহ

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ৩১ আগস্ট , ২০২৫ ১৪:৩৯ আপডেট: ৩১ আগস্ট , ২০২৫ ১৪:৩৯ পিএম
দিনাজপুরে সিপিবির দ্বাদশ জেলা সম্মেলনে ডা: দিবালোক সিংহ
বাংলাদেশের কমিউনটিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য, আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে সাহসী সংগঠক কমরেড ডাঃ দিবালোেক সিংহ বলেছেন, কোন টালবাহানা ছাড়াই নিরপেক্ষ নির্বাচন দিতে হবে।

বাংলাদেশের কমিউনটিস্ট পার্টি (সিপিবি) কেন্দ্রীয় কমিটির সদস্য, আদিবাসীদের অধিকার আদায়ের সংগ্রামে সাহসী সংগঠক কমরেড ডাঃ দিবালোেক সিংহ বলেছেন, কোন টালবাহানা ছাড়াই নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। লুটপাটের পুঁজিবাদী কাঠামো উচ্ছেদ করে অসাম্প্রদায়ীক সাম্রাজ্যবাদ পতিরোধ করে সমাজতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা, ভোটাধিকার এবং গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠার আন্দোলনকে বেগবান করতে হবে। ৩০ আগস্ট শনিবার নাট্য সমিতি মিলনায়তনে বাংলাদেশের কিমিউনিস্ট পার্টি (সিপিবি) দিনাজপুর জেলা কমিটির আয়োজনে দ্বাদশ জেলা সম্মেলন এর প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। সিপিবি দিনাজপুর জেলা কমিটির সভাপতি কমরেড এ্যাডঃ মেহেরুল ইসলাম এর সভাপতিত্বে সম্মানীত অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড আলতাফ হোসাইন। শুভেচ্ছা বক্তব্য রাখেন দিনাজপুর জেলা শাখার সাধারন সম্পাদক মোঃ ইকবাল হোসেন। এছাড়া আরও বক্তব্য রাখেন দিনাজপুর নাট্য সমিতির সাধারন সম্পাদক রেজাউর রহমান রেজু, কেন্দ্রীয় খেলাঘরের অন্যতম সদস্য নুরুল মতিন সৈকত, উদীচী জেলা সংসদের সভাপতি জলিল আহমেদ, সম্মিলীত সাংস্কৃতিক জোটের সভাপতি সুলতান কামাল উদ্দিন বাচ্চু, বাসদ নেতা সারোয়ার সাহান ক্লিপ্টন, এস,এম নুরুজ্জামান, দয়া রাম রায়, গোলাম কিবরিয়া, দুলাল চক্রবর্তী, আফজাল হোসেন, দুর্জধন রায়, হাফিজার রহমান, টংক নাথ অধিকারী, আবুল কালাম আজাদ সহ জেলা ও উপজেলা হতে আগত সিপিবি'র নেতৃবৃন্দ। সঞ্চালকের দায়িত্ব পালন করেন জেলা কমিটির সদস্য অমৃত রায় ও প্রমথেশ শীল। আলোচনা সভার পূর্বে এক বর্ণাঢ্য বিক্ষোভ র‍্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নাট্য সমিতিতে এসে সমাপ্ত হয়।

এই বিভাগের আরোও খবর

Logo