তিন বছর বন্ধ থাকার পর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে টমেটো আমদানি শুরু হয়েছে।
তিন বছর বন্ধ থাকার পর ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে টমেটো আমদানি শুরু হয়েছে। চট্টগ্রামের বড় বাজার নামক একটি আমদানি কারক প্রতিষ্ঠান ভারতের নাসিক রাজ্য থেকে এসব টমেটো আমদানি করেছে।
আমদানি কারক,এনামুল হক বলেন দেশের বাজার টমেটোর চাহিদা থাকায় ভারতের নাসিক রাজ্য থেকে টমেটো আমদানি করা হয়েছে।বন্দরে প্রতি কেজি টমেটো ১০০-১১০টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। দেশের বাজারের চাহিদার উপর ভিত্তি করে পরবর্তীতে আরো আমদানি করা হবে বলে জানিয়েছেন তিনি।
সোমবার দুপুরে ভারত থেকে হিলি স্থলবন্দর দিয়ে টমেটো বোঝায় একটি ট্রাক বন্দরে প্রবেশ করে।একটি ট্রাকে ২৮টন টমেটো আমদানি করা হয়েছে।প্রতি কেজি টমেটো শুল্কসহ আমদানি খরচ পরেছে ৬১টাকা।
হিলি কাস্টসমের রাজস্ব কর্মকর্তা নাজমুল হোসেন বলেন,আজ হিলি স্থলবন্দর দিয়ে একটি ট্রাকে ২৮টন টমেটো আমদানি হয়েছে।আমদানিকৃত টমেটো ৫০০ডলার শুল্কায়ন করা হচ্ছে।টমেটো কাঁচাপণ্য তাই দ্রুত ছাড়করণে আমদানিকারকদের সব ধরণের সহযোগিতা করা হচ্ছে।