রাজশাহীর তানোর উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার মালিক সমিতির ১৭ সদস্য বিশিষ্ট একটি নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৫ জুলাই) দুপুরে উপজেলার বিল কুমারী বিলের বাঁধে আয়োজিত এক আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। সভায় এলাহী ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী শামিম চৌধুরীকে সভাপতি, সেফা ডায়াগনস্টিক সেন্টারের মালিক আরিফুর ইসলাম আরিফকে সাধারণ সম্পাদক, রাব্বি ইসলামকে সাংগঠনিক সম্পাদক এবং আব্দুল মালেককে কোষাধ্যক্ষ হিসেবে নির্বাচিত করা হয়। এছাড়াও মহানগর ক্লিনিকের মালিক মনিরুল হাসান হেলাল-কে সমিতির উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তানোর উপজেলার বিভিন্ন এলাকায় বর্তমানে মোট ১৭টি বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। এসব প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে এলাকাবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করে আসছে। তবে মান নিয়ন্ত্রণ, ন্যায্য মূল্য ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে সমন্বিত কোনো প্ল্যাটফর্মের অভাব ছিল বলে অনেকেই মত দেন।
নবনির্বাচিত সভাপতি শামিম চৌধুরী বলেন আমাদের উপজেলার বেশিরভাগ মানুষ দরিদ্র সীমার নিচে বসবাস করেন। তাই স্বল্প মূল্যে মানসম্পন্ন সেবা প্রদানই আমাদের মূল লক্ষ্য। কোনো ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টার যেন অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে বা রোগীদের হয়রানি না করে—সে বিষয়েও আমরা সচেষ্ট থাকব।
তিনি আরও বলেন যদি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আসে, আমরা নিজেরাই তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব। কমিটির পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হবে যেন কেউ অনৈতিক সুবিধা নিতে না পারে। স্বাস্থ্যখাতে নৈতিকতা ও স্বচ্ছতা নিশ্চিতের প্রত্যয় একমত থেকেই কমিটি গঠনের বিষয়টিকে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয় স্বাস্থ্যসেবা ব্যবস্থায় নৈতিকতা ও স্বচ্ছতা বজায় রাখতে এই কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সভায় উপস্থিত অন্যান্য সদস্যরা। কমিটির পক্ষ থেকে জানানো হয়, অদূর ভবিষ্যতে তানোর উপজেলার সব বেসরকারি সেবা প্রতিষ্ঠানকে নিয়ে প্রশিক্ষণ, সচেতনতা ও স্বাস্থ্য ক্যাম্প আয়োজনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি সরকার নির্ধারিত স্বাস্থ্যবিধি ও লাইসেন্সিং সংক্রান্ত নিয়মনীতি যথাযথভাবে প্রতিপালনের জন্য সদস্যদের নিয়মিত মনিটরিং করা হবে।