তথ্য সংগ্রহকালে লাখাইয়ের দুই সাংবাদিককে ব্লাকমেইল করা

পারভেজ মিয়া প্রকাশিত: ২২ জানুয়ারী , ২০২৫ ১৭:৪৮ আপডেট: ২২ জানুয়ারী , ২০২৫ ১৭:৪৮ পিএম
তথ্য সংগ্রহকালে   লাখাইয়ের দুই সাংবাদিককে ব্লাকমেইল করা
লাখাইয়ে তথ্য সংগ্রহকালে দুই সাংবাদিককে ব্ল্যাকমেইল করে প্রানাশের হুমকি দিয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠান করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ।

লাখাইয়ে তথ্য সংগ্রহকালে দুই সাংবাদিককে ব্ল্যাকমেইল করে প্রানাশের হুমকি দিয়েছে আওয়ামী লীগের প্রতিষ্ঠান  করাব রহমানিয়া দাখিল মাদ্রাসার শিক্ষকবৃন্দ। জানা যায়, গত ২০শে জানুয়ারি বেলা সাড়ে ১১ ঘটিকায় করাব রাহমানিয়া দাখিল মাদ্রাসায় গিয়ে  PBGSI  বরাদ্দকৃত প্রকল্পের তথ্য জানতে চাইলে সকল শিক্ষকগণ মিলে সাংবাদিক বিল্লাল আহমেদ ও পারভেজ হাসানের উপর ব্ল্যাকমেইল করতে থাকে। এমন সময় শিক্ষক আব্দুল মোতালেব পারভেজ হাসানের কাছ থেকে মোবাইল ফোন চিনিয়ে নেয় এবং শিক্ষক আব্বাস উদ্দীন, নজির মিয়া,খন্ডকালীন শিক্ষক আবুল খায়ের,শিক্ষক ইসমাইল মিয়া সহ সাংবাদিক বিল্লালের উপর হামলা করে।পরবর্তীতে তারা দরজা বন্ধ করে ওদের উপর ব্ল্যাকমেইল করে মোবাইলে ভিডিও করতে থাকে ।পরে সেখান থেকে বাচার জন্য কোন রকম বের হয়ে আসে সাংবাদিক বিল্লাল আহমেদ। এসে ফোন দিয়ে ম্যানেজিং কমিটির সদস্য দুলাল মেম্বার ও ফাইজুল ইসলামকে ঘটনাস্থলে পাঠিয়ে অবস্থা শান্ত করেন। এবং ম্যানেজিং কমিটির সদস্য দুলাল মেম্বারের সহযোগিতায় কোনরকম সেখান থেকে আসতে পারে পারভেজ হাসান। পরে শিক্ষকগণ মিলে ঘটনার দিন বিকালে লাখাই প্রেস ক্লাবের সভাপতি এবং সেক্রেটারি কে রিকোয়েস্ট করেন এ ব্যাপারে সংবাদ প্রকাশ না করার জন্য। সেই প্রেক্ষিতে ঐদিন প্রকাশ হয়নি। এ সময় লাখাই প্রেসক্লাবের সভাপতি শিক্ষক নজির আহমেদকে ফোন দিলে তিনি বলেন, শিক্ষক এবং সাংবাদিকদের মধ্যে ভুল বোঝাবুঝি হয়েছে, সেখানে অন্য কোন বিষয় নাই, এ সময় লাখাই প্রেস ক্লাবের সভাপতি শিক্ষক নজিরকে প্রশ্ন করলে সাংবাদিকরা কোন টাকা চেয়েছে কিনা, উত্তরে শিক্ষক নজির বলেন না। পরবর্তীতে গতকাল ২১জানুয়ারি ফেসবুকে ব্ল্যাকমেইলকৃত ভিডিওটি Nayeem Rahman jr এক ছাত্রলীগ কর্মীর ফেসবুক আইডি থেকে পোস্ট করা হয়। পোস্টকৃত ভিডিওর উপরে লেখা হয় সাংবাদিক ও বিএনপি নেতা চাঁদাবাজি করতে আসলে আটক হয়। যা সম্পূর্ণ মিথ্যা এবং ভিত্তিহীন। শাক দিয়ে মাছ ডাকার মত গল্প। এবং তারা নিজেরা বাঁচার জন্য মিথ্যের আশ্রয় নিয়ে লাখাই উপজেলা নির্বাহী বরাবর লিখিত অভিযোগ করেন । এ ব্যপার সাংবাদিক মহলের দাবি তথ্য আনতে গিয়ে এভাবে যদি সাংবাদিকরা হয়রানির শিকার হয় তাহলে তথ্য সংগ্রহ করবে কিভাবে। সাংবাদিকদের অহেতুক মানহানির কারণে মাদ্রাসা সকল শিক্ষকদেরকে সুষ্ট তদন্তের মাধ্যমে আইনের আওতায় আনতে হবে।  এ ব্যাপারে লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগাযোগ করলে বলেন আগামীকাল অফিসিয়ালি বসে বিষয়টি দেখব।

এই বিভাগের আরোও খবর

Logo