টুঙ্গিপাড়ার নৌকা বোয়ালমারীতে ঘুগরি পায়ে ঘুরছেন শাহজাহান

নাজিম বকাউল প্রকাশিত: ২৫ ডিসেম্বর , ২০২৩ ১২:১৩ আপডেট: ২৫ ডিসেম্বর , ২০২৩ ১২:১৩ পিএম
টুঙ্গিপাড়ার নৌকা বোয়ালমারীতে ঘুগরি পায়ে ঘুরছেন শাহজাহান

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র বাকি ১৩ দিন। যতই দিন যাচ্ছে ততোই নির্বাচনী মাঠ জমে উঠছে। ইতিমধ্যে নির্বাচনী মাঠে প্রার্থীদের প্রচার-প্রচারণায় মুখর হয়ে উঠেছে। ভোটারদের দৃষ্টি আকৃষ্ট করার জন্য যে যেমন পারছে সে তেমনই তার পছন্দের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাচ্ছেন। 

সোমবার  মাঝকান্দি-ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কের বোয়ালমারী ওয়াবদা মোড় এলাকায় কাঠের তৈরি নৌকা মাথায় টুঙ্গিপাড়ার শাহজাহান নামে এক নৌকা প্রেমীকে ঘুগরি পায়ে ঘুরে ঘুরে নৌকা মার্কার প্রচারণা চালাতে দেখা গেছে। 

ফরিদপুর-১ নির্বাচনী (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) এলাকা দেশের মধ্যে অন্যতম ভোটার সংখ্যা বিশিষ্ট একটি নির্বাচনী এলাকা। এ আসনে ৪ লাখ ৭৭ হাজার ৯৬৫জন ভোটার। যেখানে নারী-পুরুষ ভোটার প্রায়ই সমান। সাধারণ মানুষের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উদ্দীপনা রয়েছে। সকাল-সন্ধ্যা চায়ের দোকানগুলোতে চলছে জমজমাট আলোচনা। অতি সাধারণ ভোটাররা মনে করেন, বর্তমান সরকারের সময়ে গ্রামগঞ্জের ঈর্ষণীয় উন্নয়ন হয়েছে। স্বাধীনতার পর থেকে দীর্ঘ সময়ে যা হয়নি, তার থেকে বহুগুণ বেশি উন্নয়ন হয়েছে বর্তমান সরকারের আমলে। তাই প্রায় সকলের চোখ নৌকার দিকে। কারণ তারা মনে করছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকবেন; তাহলে নৌকার বাইরে ভোট দিয়ে বিফলে যাবে। সেই জন্যই নৌকার পাল্লা ভারী হয়ে ওঠেছে এ আসনে। 

সোমবার দুপুরের দিকে বোয়ালমারীতে ব্যতিক্রমী ধরণের শাহজাহান সরদার (৬০) নামে এক নৌকা প্রেমীকে ঘুগরি পায়ে ৪ ফিটের কাঠের তৈরি নৌকা বহন করে সারা দিন পায়ে হেঁটে ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে প্রচারণা চালাতে দেখা গেছে। তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী গ্রামের বাসিন্দা। শাহজাহান সকালে টুঙ্গিপাড়া থেকে রাজশাহীগামী ট্রেনে করে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে আসেন। এ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও দলের প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুর রহমান এর পক্ষে নৌকা মাথায় নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছেন। আব্দুর রহমান এই আসনের দুই বারের সাবেক এমপি। তার এই ধরনের প্রচার এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

কাঠের তৈরি নৌকা মাথায় নিয়ে ঘুরে বেড়ানো শাহজাহান সরদার বলেন, ‘ছোট বেলা থেকে বঙ্গবন্ধুকে ভালোবেসে এসেছি। তার আদর্শ আমাকে অনুপ্রাণিত করে। নৌকা হল বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। ভোট আসলেই আমি সারা দিন নৌকা মাথায় নিয়ে বিভিন্ন এলাকায় মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াই। শেখের বেটি হাসিনা বাংলাদেশের জন্য যা করছেন তা অকল্পনীয়। তিনি দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। আমাদের উচিত তাকে নৌকা মার্কায় ভোট দিয়ে সহযোগিতা করা।’ আমি সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার জন্য আহ্বান জানাই।’ তিনি বলেন, আমি এ আসনে প্রচারণা চালিয়ে মাগুরার দিকে যাবো। 

এ ব্যাপারে বোয়ালমারী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও মেয়র সেলিম রেজা লিপন মিয়া বলেন, স্বাধীনতার পর থেকে ফরিদপুর-১ আসনে কোনদিন নৌকা পরাজিত হয় নাই। বর্তমান সরকারের যে উন্নয়নের জোয়ার তাতে আমাদের বিজয় নিশ্চিত। তাছাড়া এ আসনে শেখ হাসিনা যাকে নৌকা প্রতীক দিয়েছেন তিনি দুইবারের সাবেক এমপি ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম মেম্বার, দলের পরীক্ষিত সৈনিক। তাকে বিপুল ভোটে বিজয়ী করে নেত্রীর কাছে আমাদের আরো একটি উপহার চাইবো। 

এই বিভাগের আরোও খবর

Logo