দেশের বেসরকারী খাতে চিকিৎসা সেবায় চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল গুরুত্বপূর্ণ অবদান রাখছে। হাসপাতাল পরিদর্শনে এসে সাংবাদিক মুনীর চৌধুরী এই মন্তব্য করেন।
করোনাকালীন জীবন মৃত্যুর ঝুঁকি নিয়ে রোগী সেবায় দূরসাহসিক নেতৃত্বদানকারী চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এর ভাইস প্রেসিডেন্ট মানবিক যোদ্ধা ইঞ্জিনিয়ার জাবেদ আবছার চৌধুরীর নেতৃত্বে গতকাল ১২জুন (বুধবার) বিকেলে হাসপাতাল পরিদর্শন করেন ইন্টারন্যাশনাল মিডিয়া পরিচালক দেশ বরণ্য সাংবাদিক মুনীর চৌধুরী, হাসপাতালের আই,সি ইউ, সার্জারী বিভাগ সহ বিভিন্ন বিভাগের রোগীদের খোঁজ খবর নেন, হাসপাতালে চিকিৎসা সেবা সহ বিভিন্ন বিষয় নিয়ে ডাক্তার, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের উপদেশ মূলক দিক নির্দেশনা দেন এবং অসহায় গরিব রোগীদের বিল জাকাত ও দরিদ্র তহবিল হতে সংস্থাপন করেন হাসপাতালে ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার লায়ন জাবেদ আবছার চৌধুরী।
সাংবাদিক মুনীর চৌধুরী হাসপাতালের শৃঙ্খলা, পরিস্কার পরিছন্নতা ও রোগী সেবায় সন্তোষ প্রকাশ করেন।হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাতালের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসনের সাথে সৌজন্যে সাক্ষাৎ এ মিলিত হন সাংবাদিক মুনীর চৌধুরী সহ অন্যান্য নেতৃবৃন্দ।