চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অটোরিকশা চালক শাওন কাজীকে যাত্রী সেজে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার রাতে উপজেলার নারায়ণপুর পূর্ব বাদামতলী এলাকায় এই ঘটনা ঘটে। বৃহস্পতিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন মতলব দক্ষিণ থানা অফিসার ইনচার্জ সালেহ আহমেদ।
তিনি জানান, অটোচালককে হত্যার ঘটনায় তার মা রোকসানা বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। অটোরিকশাটি উদ্ধার করা হয়। হত্যাকান্ডে জড়িতদের চিহ্নিত করে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিহত অটোরিকশা চালক শাওন একই উপজেলার বড়দিয়া উত্তর নলুয়া গ্রামের ইকবাল কাজীর ছেলে।
শাওনের ভাই ইয়াছিন ও খালা ফাতেমা বেগম হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবী জানিয়ে বলেন, রাতে অটোরিকশায় যাত্রী সেজে নির্জন স্থানে নিয়ে কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা ধাওয়া দিলে তারা পালিয়ে যায়। পরে প্রথমে মতলব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের চিকিৎসক ফরিদুল ইসলাম জানান, তার মুখমন্ডল ও মাথায় রক্তাক্ত জখম রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়।