সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন খান পাঠানের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী ও ময়মনসিংহ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল আমিন খান পাঠানের ২৫ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর মহিলা কলেজে স্মরণসভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। রোববার দুপুরে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে কলেজের অডিটোরিয়ামে এই কর্মূচির আয়োজন করা হয়।স্মরণসভায় সভাপতিত্ব করে গৌরীপুর মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাহবুবুল আলম খান। সঞ্চালনা করে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক সেলিম আল রাজ।সভায় বক্তব্য দেন গৌরীপুর মহিলা কলেজের উপাধ্যক্ষ ড. হারুনুর রশিদ, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মো. আব্দুল ছিদ্দিক, সাবেক স্বাস্থ্য উপমন্ত্রী নুরুল আমিন খান পাঠানের পরিবারের সদস্য ও শাহগঞ্জ স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক আতাউর রহমান খান পাঠান স্মরণসভায় স্মৃতিচারণ করেন। এছাড়াও বক্তব্য রাখেন প্রভাষক ইয়াছির আরাফাত, প্রভাষক মো. মোস্তাকিম প্রমুখ।
স্মরণসভা শেষ নুরুল আমিন খান পাঠানের রুহের মাগেফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করের গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক নজরুল ইসলাম।