গাজীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তা কর্মী গ্রেফতার।

ইব্রাহিম খলিল প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:১১ আপডেট: ২৫ ফেব্রুয়ারী , ২০২৫ ১৩:১১ পিএম
গাজীপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে নিরাপত্তা কর্মী গ্রেফতার।
গাজীপুরের বাসনে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম নামে (৫৫) এক নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

গাজীপুরের বাসনে এক নারী শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে নজরুল ইসলাম নামে (৫৫) এক নিরাপত্তাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষিত ওই তরুণী নুজেকে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে পরিচয় দেয়।
রোববার (২৩ ফেব্রুয়ারী) সন্ধ্যায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এজহার সূত্রে জানাযায়, গত ২২ ফেব্রুয়ারি ভোর সাড়ে ৫ টার সময় ধর্ষণের শিকার হয় ওই শিক্ষার্থী। তিনি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। দশ দিন যাবত দিঘিরচালা এলাকায় ভাড়া বাসায় থেকে পড়াশোনার পাশাপাশি চাকরি সন্ধান করছিলেন।  তার নিজ গ্রামের বাড়ী জামালপুরে যাওয়ার উদ্দেশ্যে বাসা থেকে বের হলে দিঘিরচালা বাচ্চু সরকারের বাসার সামনে আসলে নিরাপত্তাকর্মী নজরুল ইসলাম তাকে বিভিন্ন প্রশ্ন করতে থাকে। এক পর্যায়ে ওই তরুনী  মুখ চেপে ধরে তার শোবার ঘরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন বাসন থানার অফিসার ইনচার্জ মোঃ কাওসার আহমেদ। তিনি বলেন, অভিযোগ পাওয়ার দুই ঘন্টার মধ্যে তাকে গ্রেফতার করা হয়।

এই বিভাগের আরোও খবর

Logo