গাছপালা গুলোতে আমের নতুন মুকুল

দেওয়ান মোহাম্মদ এমদাদ হোসেন প্রকাশিত: ২ মার্চ , ২০২৪ ১১:৫০ আপডেট: ২ মার্চ , ২০২৪ ১১:৫০ এএম
গাছপালা গুলোতে আমের নতুন মুকুল
গাজীপুরের প্রতিটি বাড়ির গাছপালা গুলোতে আমের নতুন মুকুল আর কাঁঠালের মুচিতে পরিপূর্ণ হয়ে গেছে।গাছগুলোতে মুকুল আর ছোট ছোট কাঁঠালের মুচির কারণে পাতা দেখাই যাচ্ছে না।

গাজীপুরের প্রতিটি বাড়ির গাছপালা গুলোতে আমের নতুন মুকুল আর কাঁঠালের মুচিতে পরিপূর্ণ হয়ে গেছে।গাছগুলোতে মুকুল আর ছোট ছোট কাঁঠালের মুচির কারণে পাতা দেখাই যাচ্ছে না।

রসালো মাসের জন্য তৈরি হচ্ছে এই রসালো ফলগুলো। যদি পরিমিত বৃষ্টি হয়, তাহলে সমস্ত মুকুল গুলো এবং কাঁঠালের মুচিগুলো টিকে যাবে। কিন্তু যদি অনাবৃষ্টি এবং অধিক বৃষ্টি হয় তাহলে দেখা যায় অধিকাংশ আমের মুকুল এবং কাঁঠালের মুচি গুলো ঝরে পড়ে।প্রকৃতির সৃষ্ট এই গাছগুলোতে আসলে কোন পরিচর্যার দরকার হয় না। প্রকৃতি নিজেই একে এর উপযোগী করে তোলে। ঝুড়ি ভর্তি পাকা আম আর পাকা কাঁঠাল খেতে কার না ভালো লাগ। এই গাছগুলো মধ্যবিত্ত পরিবারের জন্য আবার অর্থ উপার্জনের উৎস ও বটে।

এই মুহূর্তে খনার একটি প্রবাদের কথা মনে পড়ছে...
'কলা রোয়ে না কেটো পাত, তাতেই কাপড় তাতেই ভাত। '

এই বিভাগের আরোও খবর

Logo