কেন্দুয়া প্রেসক্লাবে সাধারণ সভা, আর্থিক অনুদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত
নেত্রকোণার কেন্দুয়া উপজেলার ঐতিহ্যবাহী কেন্দুয়া প্রেসক্লাবে সাধারণ সভায় নব নির্বাচিত কমিটির পরিচিতি, আর্থিক অনুদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে ।সোমবার (০৯ ডিসেম্বর) বিকেলে কেন্দুয়া প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাব কার্যালয়ে সভায় নব নির্বাচিত কমিটির পরিচিতি, আর্থিক অনুদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় ।কেন্দুয়া প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি মোঃ সেকুল ইসলাম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবদুল হাই সেলিমের সঞ্চালনায় এক মুক্ত আলোচনায় প্রেসক্লাব ও প্রেসক্লাবের সদস্যদের সার্বিক উন্নয়নে চিত্র ভেসে ওঠে ।তাছাড়া উক্ত সভায় গত ২১ নভেম্বর ঢাকা থেকে আসার পথে অপহরণ ও শারীরিক নির্যাতনের শিকার দুই সাংবাদিক রাখাল বিশ্বাস ও মোঃ রুকন উদ্দিনকে ক্লাবের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান ও সবশেষ এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় । এ সময় উপস্থিত ছিলেন, ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান নির্বাহী প্রকৌশলী (এলজিইডি) মোঃ আমিনুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা এলজিইডি কর্মকর্তা আলামিন সরকার, উপজেলা পিআইও কর্মকর্তা আজিজুর রহমান, রূপালী ব্যাংকের ম্যানেজার সুবল চন্দ্র ঘোষ, কেন্দুয়া প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি রফিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক কামাল হোসেন, আবু বকর ছিদ্দিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাখাল বিশ্বাস, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক দিলবাহার খান, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, সাবেক সভাপতি সৈয়দ আব্দুল ওয়াহাব, আলমগীর চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক লিয়াকত আলী চৌধুরী কাজলসহ অন্যান্য সদস্য ও সাংবাদিকবৃনৃদ ।