কেন্দুয়ায় স্বাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কোহিনূর আলম প্রকাশিত: ১১ জানুয়ারী , ২০২৫ ১৭:২২ আপডেট: ১১ জানুয়ারী , ২০২৫ ১৭:২২ পিএম
কেন্দুয়ায় স্বাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের অতর্কিত নৃশংস হামলার খুনী ওয়াসিফ, মুয়াজ, উসামা গংদের ফাঁসি ও তাদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে

নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় গত ১৭ ডিসেম্বর গভীর রাতে টঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থী সন্ত্রাসীদের অতর্কিত নৃশংস হামলার খুনী ওয়াসিফ, মুয়াজ, উসামা গংদের ফাঁসি ও তাদের সকল কার্যক্রম বন্ধের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (১০ জানুয়ারী) আনুমানিক বিকাল ৩টায় উপজেলা ওলামা মাশায়েখ মুবাল্লীগীন, শূরায়ী নিজামের আয়োজনে কেন্দুয়া জয় হরি স্প্রাই সরকারি উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে প্রথমে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় । উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও কেন্দুয়া পৌরসভার সাউদপাড়াস্থ মারকাযুল উলুম ক্বওমী মাদরাসার প্রতিষ্ঠাতা মোহতামিম মাওলানা হারুনুর রশিদ তালুকদারের পরিচালনায় বক্তব্য রাখেন, ডা. আনোয়ার, মুফতি শফিকুর রহমান, মাওলানা রফিকুল ইসলাম, মাওলানা আবুল কালাম আজাদ,  মাওলানা শরিফুজ্জামান জিহাদী প্রমুখ । বক্তাদের বক্তব্যে যে কোন মূল্যে সাদপন্থীদের প্রতিহতকরণ, টঙ্গীর ইজতেমা ময়দানে এক দফায় বিশ্ব ইজতেমা অনুষ্ঠানের দাবি ও স্থানীয় প্রশাসনকে সাদপন্থীদের প্রতি নমনীয় থাকার অভিযোগ তোলা হয় । বক্তারা আরো বলেন, এ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ তাবলীগের কেন্দ্রীয় কার্যক্রমের অংশ । তৎপরবর্তী স্বাদপন্থীদের ঠিকানা বাংলাদেশ হবে না, শহীদের রক্ত বৃথা যেতে দেবো না-এমন নানা শ্লোগানে  তৌহীদি জনতার অংশগ্রগণে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে পৌরসভার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয় । এ সময় উপস্থিত ছিলেন, বিভিন্ন ওলামা মশায়েখগণ,  বিভিন্ন মাদ্রাসার শিক্ষক/ মুহতামিম ও শিক্ষার্থীবৃন্দ সহ সর্বস্তরের তৌহিদী জনতা ।

এই বিভাগের আরোও খবর

Logo