কেন্দুয়ায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স

কোহিনূর আলম প্রকাশিত: ২৩ ডিসেম্বর , ২০২৪ ১৬:০০ আপডেট: ২৩ ডিসেম্বর , ২০২৪ ১৬:০০ পিএম
কেন্দুয়ায় যুবদের ভূমিকা শীর্ষক জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স
দক্ষ যুব গড়বে দেশ, বৈষম্যহীন বাংলাদেশ' শ্লোগানে সামাজিক কর্মকাণ্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক দিনব্যাপী জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে ।

সোমবার (২৩ ডিসেম্বর) সকালে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ জনসচেতনতামূলক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয় । উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ নুরুজ্জামানের সভাপতিত্ব ও সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার । বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান । প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, রাষ্ট্রের নাগরিকদের অভিভাবক হচ্ছে রাষ্ট্র । রাষ্ট্রের বিভিন্ন কর্মসূচি ও কর্মকাণ্ড নাগরিকদের মধ্যে সুষম বণ্টনের মাধ্যমে রাষ্ট্র তার দায়িত্ব পালন করে । আর এ সব কাজে সহযোগিতা করতে পারে নাগরিক ; বিশেষ করে যুব সমাজ । প্রত্যেকে  তার অবস্থান থেকে সেই ভূমিকা পালন করলেই আমরা আমাদের কাঙ্ক্ষিত রাষ্ট্র ও সমাজ বিনির্মানে অনেক দূর এগিয়ে যেতে পারবো ।  এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা সমাজ সেবা অফিসার মোঃ ইউনূস রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা রহিমা আক্তার, উপজেলা আন্তর্জাতিক মানবাধিকার আইন সহয়তাকারী সংস্থার সভাপতি শাহ আলী তৌফিক রিপন, প্রশিক্ষনার্থীবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ ।

এই বিভাগের আরোও খবর

Logo