নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তাবলীগ জামাতের দুই গ্রুপের উত্তেজনা নিরসনে মসজিদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে ।
নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তাবলীগ জামাতের দুই গ্রুপের উত্তেজনা নিরসনে মসজিদ বৈঠক অনুষ্ঠিত হয়েছে । শুক্রবার (২৭ডিসেম্বর) জুমার নামাজের পর কেন্দুয়া পৌরসভার কাঁচা বাজার মার্কাজ মসজিদে তাবলীগ জামাতের সাদ পন্থী ও জুবায়ের পন্থী দুই গ্রুপের মধ্যে এ বৈঠক অনুষ্ঠিত হয় । বৈঠকে উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদারের সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা ছাত্রদলের প্রাক্তন ও কেন্দুয়া বাজার কমিটির আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, সদস্য সচিব লাইমুন হোসেন ভূঁইয়া, দুই পক্ষের প্রতিনিধিবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ।গত ১৭ ডিসেম্বর টঙ্গীর তুরাগ তীরে দুই গ্রুপের সহিংসতাকে পূঁজি করে ইতোমধ্যে কেন্দুয়ায় মিছিল, মিটিং, সমাবেশ অনুষ্ঠিত হয়েছে এবং আরো হওয়ার সম্ভাবনায় দুই গ্রুপের মধ্যে সৃষ্ট উত্তেজনা প্রশমিতকরণ, পরস্পরের প্রতি ধৈর্য ধারণ ও উভয় পক্ষকে আপাতত মার্কাজ ভিত্তিক সকল কর্মকাণ্ড স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়া হয় বৈঠকে । উল্লেখ্য জানা গেছে আগামী ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমা টঙ্গীর ময়দানে অনুষ্ঠানের অনুমতি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ।