নেত্রকোণার কেন্দুয়া উপজেলায় তারুণ্যের উৎসব -২০২৫ এর কর্মসূচির অংশ হিসেবে ৭-৮ জানুয়ারী দুদিনব্যাপী আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক কর্মশালার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক তালুকদার ।
মঙ্গলবার (৭ জানুয়ারী) বেলা ২ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে তারুণ্যের উৎসব -২০২৫ এর কর্মসূচির অংশ হিসেবে এ কর্মশালার উদ্বোধন করা হয় ।
উক্ত অনুষ্ঠানে প্রশিক্ষক ও রিসোর্স পার্সন হিসেবে বক্তব্য রাখেন, ইউএস বাংলা মেডিকেল কলেজের প্রিন্সিপাল, প্রফেসর, বিগ্রেডিয়ার জেনারেল (অবঃ) ড. মোঃ আজিজুল ইসলাম ও ইউএসএ থেকে ভার্চুয়ালী অংশগ্রহণ করেন মেডিকেল এ্যানথ্রলজিস্ট, রাইটার ও আর্টিস্ট ডানা মাসহোইয়ান ভেলর্যাথ ।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দুয়া থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান, কেন্দুয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ সেকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই সেলিম, দপ্তর সম্পাদক কিশোর কুমার শর্মা, জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম আহ্বায়ক নাহিদ হাসান সাগর প্রমুখ ।
এছাড়াও প্রশিক্ষণার্থী হিসেবে উপস্থিত ছিলেন, ফ্যামিলী ওয়েলফেয়ারের ওয়ার্কারবৃন্দ, স্বাস্থ্য সহকারীবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেট শিক্ষকবৃন্দ ও স্থানীয় গণমাধ্যম কর্মীগণ ।