কুষ্টিয়ায় পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক

মাহাবুব হোসেন প্রকাশিত: ২৫ এপ্রিল , ২০২৪ ০৯:৪৩ আপডেট: ২৫ এপ্রিল , ২০২৪ ০৯:৪৩ এএম
কুষ্টিয়ায় পৃথক অভিযানে দুই মাদক কারবারি আটক
কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

কুষ্টিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পৃথক অভিযানে অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। 

বুধবার (২৪ এপ্রিল) সকাল ৯ টা থেকে ১০:৩০ এরমধ্যে পৃথক দুটি অভিযানে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন, কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের রাইডাঙ্গা গ্রামের মোঃ বাদশা আলমের ছেলে সজিব আহমেদ ( ৩১) এবং কুষ্টিয়ার হরি শংকরপুর গ্রামের মৃত আব্দুল আজিজের ছেলে রিপন (৪২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয়দের সহায়তায় কয়া ইউনিয়নের রায়ডাঙ্গা গ্রামের সজীব আহমেদের বিল্ডিং বাড়ি ঘেরাও করে পুলিশ। এ সময় তল্লাশি চালিয়ে আসামীর শোবার ঘরের ভেতর একটি প্লাস্টিকের কোটার মধ্যে (৫০পিস) এবং কুষ্টিয়ার হরিশংকরপুর নুর উদ্দিন আহমেদ সরকস্থ অপর আসামি রিপন আহমেদের বাসা বাড়ি থেকে একই কায়দায় রাখা আরো (১০০পিস) অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে পুলিশ। 

ট্যাবলেট গুলির আনুমানিক মূল্য প্রায় ৪৫০০০টাকা।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) ধারায় থানায় পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে ।

বর্তমানে উভয় আসামি থানা হেফাজতে রয়েছে।

এই বিভাগের আরোও খবর

Logo